Viral Video

বিমান ছেঁকে ধরল ঝাঁকে ঝাঁকে মৌমাছি! বিপত্তির জন্য এক ঘণ্টা দেরি করে উড়ল ইন্ডিগোর বিমান, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

গুজরাতের সুরাট বিমানবন্দর থেকে রাজস্থানের জয়পুরের উদ্দেশে ইন্ডিগো বিমানসংস্থার ৬ই ৭২৮৫ বিমানটি রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানের ভিতর মালপত্র রাখার কামরার দরজার উপর একঝাঁক মৌমাছি এসে বসে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৭:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিমান ওড়ার সময় হয়ে এসেছে। যাত্রীরাও নিজেদের আসন গ্রহণ করেছে। আরও বেশ কয়েক মিনিটের অপেক্ষা। তার পর গন্তব্যের উদ্দেশে রওনা হবে বিমানটি। সেই মুহূর্তেই ঘটে গেল অঘটন। বিমানের ভিতর মালপত্র রাখা চলছিল বলে ‘লাগেজ ডোর’ আংশিক ভাবে খোলা ছিল। বন্ধ করার মুহূর্তে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে বসে পড়ল দরজার উপর।

Advertisement

যাত্রীরা জানলায় বসে দেখতেও পারছিলেন যে, চারদিকে একঝাঁক মৌমাছি উড়ে বেড়াচ্ছে। জানলার কাচে এসে ধাক্কা খেয়ে সরে যাচ্ছে মৌমাছিগুলি। দরজার গায়ে জটলা পাকিয়ে বসে রয়েছে তারা, যেন সেখানেই মৌচাক গড়ে ফেলেছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘এফএল৩৬০এয়্যারো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, সোমবার গুজরাতের সুরাট বিমানবন্দর থেকে রাজস্থানের জয়পুরের উদ্দেশে ইন্ডিগো বিমানসংস্থার ৬ই ৭২৮৫ বিমানটি রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানের ভিতর মালপত্র রাখার কামরার দরজার উপর একঝাঁক মৌমাছি এসে বসে যায়।

বিকেল ৪টে ২০ মিনিটে সেই বিমানটির যাত্রা শুরুর কথা ছিল। মৌমাছির ‘আক্রমণ’-এর কারণে বিমান উড়তে দেরি হয়ে যায়। দরজা থেকে মৌমাছিরা চাকের মতো ঝুলতে থাকে। পরে জল ছড়িয়ে মৌমাছির দল তাড়ানো হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৫টা ২৬ মিনিটে বিমানটি জয়পুরের উদ্দেশে রওনা হয়। এক ঘণ্টা দেরি করে যাত্রা শুরু হলেও কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement
আরও পড়ুন