Viral Video

পিছন থেকে গুটি গুটি পায়ে এসে মাকে ‘ধাপ্পা’! সন্তানের কাণ্ডে ভয়ে পিলে চমকে গেল সিংহীর, মজার ভিডিয়ো ভাইরাল

সিংহীর পিছনে খেলাধুলা করে বেড়াচ্ছিল তার ছানা। ভাবুক মনে চুপচাপ বসেছিল সিংহীটি। মা অন্য চিন্তায় মগ্ন রয়েছে দেখে সুযোগ হাতছাড়া করল না খুদে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খাঁচার ভিতর শাবকের সঙ্গে বসেছিল একটি বিশাল সিংহী। সিংহী বসে বিশ্রাম নিলেও তার সন্তান এ দিক-ও দিক ছুটে বেড়াচ্ছিল। হঠাৎ পিছন থেকে খুব শান্ত ভাবে সিংহীর দিকে এগিয়ে গেল তার শাবক। তার পর সুযোগ বুঝে সিংহীর উপর লাফিয়ে পড়ল সে। শাবক আচমকা লাফিয়ে ওঠায় ভয়ে চমকে উঠল সিংহী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বিয়ন্ড_দ্য_ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহী তার শাবকের সঙ্গে খাঁচার ভিতর রয়েছে। সিংহীর পিছনে খেলা করে বেড়াচ্ছিল তার ছানা। ভাবুক মনে চুপচাপ বসেছিল সিংহীটি। মা অন্য চিন্তায় মগ্ন রয়েছে দেখে সুযোগ হাতছাড়া করল না খুদে।

সিংহীর পিছনে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে শুরু করল সে। তার পর পিছন থেকে লাফিয়ে ‘ধাপ্পা’ দিল মাকে। মা যেন ভয় পেয়ে চমকে যায়, সেই ইচ্ছাই ছিল শাবকের। সেই ইচ্ছা পূরণও হল তার। শাবকের হঠাৎ লাফিয়ে ওঠায় ভয় পেয়ে যায় সিংহীটি। চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে শাবকের দিকে তাকায় সে। ভয় পাইয়ে দিতে সার্থক হয়েছে বুঝে গর্বে বুক ফুলে যায় সিংহশাবকের।

Advertisement
আরও পড়ুন