ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাছের ডাল বেয়ে তরতর করে উপরে উঠে পড়ছিল বাঁদরছানা। সন্তানের দস্যিপনা সামলাতে তার পা ধরে টান মারল মা বাঁদর। সুযোগ পেয়ে মুহূর্তের মধ্যে মায়ের মুখের উপর ঝাঁপিয়ে পড়ল বাঁদরছানাটি। তার পর মা বাঁদরের সারা মুখ চুমু খেয়ে ভরিয়ে দিল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইয়েসিলোডাক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বাঁদরছানা গাছের ডাল বেয়ে ওঠার চেষ্টা করছে। তাকে বাধা দিতে পা ধরে টান দিল তার মা।
টান খেতেই হাত বাড়িয়ে মায়ের মুখে ঝাঁপিয়ে পড়ল বাঁদরছানাটি। মায়ের মুখ জাপটে ধরে চোখে, গালে চুমু খেতে শুরু করল সে। তার পর নাকটি ধরে মা বাঁদরের গাল কামড়ানোর চেষ্টায় উঠেপড়ে লাগল সে। মা বাঁদরটিও চুপচাপ এক জায়গায় বসে সন্তানের আদর খেতে লাগল। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মা শাসন করতে গিয়ে আদরের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠল। এ বার ঠ্যালা বুঝছে।’’