Viral Video

আপেল খাওয়ার লোভ! লাফ দিয়ে গাছের নাগাল না পেয়ে হতাশ হল ভালুক, মজার ভিডিয়ো ভাইরাল

একটি ভালুক ক্রমাগত গাছের তলায় দাঁড়িয়ে লাফিয়ে যাচ্ছে। কখনও আবার সামনের দুই পা তুলে গাছের ডাল ধরে টেনে ঝুলে পড়ছে। কখনও কখনও হাওয়ায় থাবা চালিয়ে দিচ্ছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাছের তলায় অনেক ক্ষণ ধরে ঘুরঘুর করে যাচ্ছে মস্ত বড় একটি ভালুক। কখনও মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে পড়ছে। কখনও আবার সামনের দুই পা আকাশে তুলে লাফিয়ে যাচ্ছে। আসলে, ভালুকের নজর পড়েছে গাছে ঝুলতে থাকা আপেলের দিকে। সেই আপেল পাড়ার জন্যই এত কাণ্ড করছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভালুক ক্রমাগত গাছের তলায় দাঁড়িয়ে লাফিয়ে যাচ্ছে। কখনও আবার সামনের দুই পা তুলে গাছের ডাল ধরে টেনে ঝুলে পড়ছে। কখনও কখনও হাওয়ায় থাবা চালিয়ে দিচ্ছে সে।

আসলে, গাছ থেকে ঝুলতে থাকা আপেলের দিকে নজর পড়েছে ভালুকটির। গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার ইচ্ছা হয়েছে তার। তাই গাছের তলায় দাঁড়িয়ে, লাফ দিয়ে ফল পাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। কিন্তু বার বার ব্যর্থ হয়ে পড়ছে ভালুকটি। শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে পড়ল সে। শেষমেশ হতাশ হয়ে মাথা নীচু করে গাছের তলায় ঘুরতে থাকল।

Advertisement
আরও পড়ুন