Khan Sir

‘পাকিস্তানকে শিক্ষা দিতে ইজ়রায়েলি কৌশল চাই’, ভিডিয়ো প্রকাশ করে প্রতিশোধের পাঠ দিলেন খান স্যর

পাকিস্তানের বিরুদ্ধে বদলার পরিকল্পনার কথা নিজস্ব ভঙ্গিতে ভিডিয়োয় প্রকাশ করেছেন খ্যাতনামী ইউটিউবার ও শিক্ষক। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘কেবল জল চুক্তি বাতিল করে পাকিস্তানকে শুকিয়ে মারা বা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে শিক্ষা দেওয়াই যথেষ্ট নয়।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৫:০৬
bihar teacher khan sir

ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক প্রায় তলানিতে। কূটনৈতিক দিক থেকে ইসলামাবাদকে চাপে ফেলার জন্য নানা পদক্ষেপ করেছে ভারত। এই আবহে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের আর কী কী কৌশল অবলম্বন করা উচিত তা জানিয়ে দিলেন খান স্যর। বিহারের এই শিক্ষকের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে নজর কাড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। পহেলগাঁও কাণ্ডের বদলা নেওয়ার জন্য স্থল-জল-বায়ুসেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রেশ টেনেই নিজস্ব ভঙ্গিতে পাকিস্তানের বিরুদ্ধে বদলার পরিকল্পনার কথা ভিডিয়োয় প্রকাশ করেছেন খ্যাতনামী এই ইউটিউবার ও শিক্ষক। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘কেবল জল চুক্তি বাতিল করে পাকিস্তানকে শুকিয়ে মারা বা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে শিক্ষা দেওয়াই যথেষ্ট হবে না। এমন একটি উপযুক্ত জবাব দিতে হবে যার জন্য পাকিস্তানকে কয়েক দশক ধরে মূল্য দিতে হয়।’’

খান স্যরের মতে, ভারতের উচিত ইজ়রায়েলের মতো কৌশল অবলম্বন করা। কী সেই কৌশল? তাঁর দাবি, পাকিস্তানকে কোণঠাসা করতে হলে আরও কয়েকটি উপায়ে আক্রমণ হানতে হবে। তিনি পরামর্শ দিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর উচিত পাকিস্তানের বিদ্যুৎ গ্রিড এবং বিদ্যুৎ কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করা। বোমা মেরে সেগুলি অকেজো করতে পারলে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়বে। তেল শোধনাগারগুলিতে ক্ষেপণাস্ত্র হামলার পরামর্শও দিয়েছেন তিনি। এতে পাকিস্তানের জ্বালানি সরবরাহ মারাত্মক ভাবে প্রভাবিত হবে। পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙে দিতে রেলপথ ও সেতু ধ্বংস করার প্রস্তাবও দিয়েছেন তিনি। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে পাকিস্তানের যুদ্ধ করার ক্ষমতা শেষ হয়ে যাবে বলে মত খানে স্যরের।

বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করার পর দ্রুত নজর কে়ড়েছে নেটাগরিকদের। ভিডিয়োর বিষয়বস্তু দেখে প্রচুর নেটমাধ্যম ব্যবহারকারী এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘সন্ত্রাসবাদের অবসান ঘটাতে হবে। মানবতা নয়, স্যর।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটি পেশাদার যুদ্ধ কৌশল নয়।’’ অনেকে আবার খান স্যরের মত সমর্থনও করেছেন।

Advertisement
আরও পড়ুন