Viral Video

‘শিং নেই তবু…’! হরিণের সামনে গিয়ে অবিকল নকল করল বাইসন, খেপিয়ে দিয়ে পালাল দৌড়ে, মজার ভিডিয়ো ভাইরাল

হরিণ যেমন তার লম্বা শিং নীচু করে মাথা দোলাতে থাকে, বাইসনের হাবভাবও ঠিক সে রকমই। একই রকম ভাবে মাথা দোলাতে লাগল সে। শিং জোড়াই শুধু নেই তার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১০:৩৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লম্বা লম্বা শিং রয়েছে বলেই কি মাথা দুলিয়ে দেখাতে হবে? এল্‌ক‌ের (হরিণবিশেষ) এমন হাবভাব দেখে বড়ই রাগ হল বাইসনের। তাই হরিণকে খেপানোর জন্য একটি দুষ্টু বুদ্ধি বার করল সে। জঙ্গলের মধ্যে বাইসন এবং হরিণের দল মিলেমিশে ঘোরাঘুরি করছিল। সুযোগ বুঝে হরিণের সামনে গিয়ে অবিকল তার মতোই মাথা দোলাতে শুরু করল বাইসনটি। হরিণটি যখন খেপে আগুন, তখন সেখান থেকে দৌড়ে জঙ্গলের ভিতর পালিয়ে গেল দুষ্টু বাইসনটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এনসিজ়ু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হরিণের সামনে দাঁড়িয়ে মাথা দুলিয়ে চলেছে বাইসন। হরিণ যেমন তার লম্বা শিং নীচু করে মাথা দোলাতে থাকে, বাইসনের হাবভাবও ঠিক সে রকমই। একই রকম ভাবে মাথা দোলাতে লাগল সে। শিং জোড়াই শুধু নেই তার।

বাইসনের আসল উদ্দেশ্য বুঝতে দেরি হল না হরিণের। মুহূর্তের মধ্যে খেপে উঠল সে। হরিণকে রাগাতে সফল হয়েছে দেখে মাথা দোলানো থামিয়ে দিল বাইসনটিও। পাছে হরিণটি তাকে আক্রমণ করে বসে, সেই ভয়ে সেখান থেকে লেজ গুটিয়ে গভীর জঙ্গলে দৌড় দিল সে। হরিণটিও গলা ছেড়ে ডাক দিয়ে তীব্র প্রতিবাদ জানাল।

Advertisement
আরও পড়ুন