Viral Video

চায়ের দোকানে গিয়ে অশান্তি ক্রেতার! রাগের মাথায় চা বিক্রেতার গালে চড় মারলেন ক্রেতা, ভিডিয়ো ভাইরাল

কথা বলতে বলতে হঠাৎ তাড়াহুড়ো করে দোকানের ভিতর ঢুকে পড়লেন সেই তরুণ। তার পর চা বিক্রেতার গালে চড় মেরে দিলেন তিনি। দোকানে উপস্থিত অন্য ক্রেতারা অশান্তি থামানোর চেষ্টা করতে থাকলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১২:১৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারের চায়ের দোকানে গিয়ে কেনাকাটি করছিলেন এক তরুণ ক্রেতা। দোকানের বাইরে বাইক পার্ক করতে ব্যস্ত ছিলেন সেই ক্রেতার এক বন্ধু। দোকান থেকে জিনিসপত্র কিনতে কিনতে বাইরে দাঁড়িয়ে থাকা বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ক্রেতা। কথা বলতে বলতে হঠাৎ তাড়াহুড়ো করে দোকানের ভিতর ঢুকে পড়লেন সেই তরুণ। তার পর চা বিক্রেতার গালে চড় মেরে দিলেন তিনি।

Advertisement

দোকানে উপস্থিত অন্য ক্রেতারা অশান্তি থামানোর চেষ্টা করতে থাকলেন। ঝগড়া করতে করতেই দোকান থেকে বেরিয়ে যেতে দেখা যায় দুই তরুণ ক্রেতাকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারে চায়ের দোকানে ঢুকে চা বিক্রেতাকে মারধর করছেন এক তরুণ ক্রেতা। চা বিক্রেতা অবশ্য চুপচাপ ছিলেন। থাপ্পড় খেয়ে থতমত খেয়ে গিয়েছিলেন তিনি। পরে কাউন্টার থেকে বেরিয়ে যান। দোকানে উপস্থিত অন্য ক্রেতারা ঝামেলা থামানোর চেষ্টা করেন। দুই তরুণ ক্রেতা চিৎকার-চেঁচামেচি করতে করতে দোকান থেকে বেরিয়ে যান।

চা বিক্রেতা অন্য দিকে গিয়ে চা বানাতে শুরু করেন। দোকানে উপস্থিত ক্রেতাদের কাছে অভিযোগ করতেও দেখা যায় তাঁকে। এই ঘটনাটি তামিলনাড়ুর একটি দোকানে ঘটেছে বলে জানা যায়। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে কটাক্ষের ঝড় বয়ে যায় নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়ো দেখে যা মনে হল, চা বিক্রেতার কোনও দোষই নেই। তরুণই রেগে গিয়ে হাত চালিয়েছেন। চা বিক্রেতা কিন্তু মার খেয়েও চুপ করে ছিলেন। চা বিক্রেতার উচিত তরুণদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা।’’

Advertisement
আরও পড়ুন