Viral Video

পাত্রের বাড়ানো হাতে থুতু ছেটালেন বিয়েতে নারাজ পাত্রী! ভাইরাল ভিডিয়ো দেখে ‘অসভ্য’ বলল নেটমাধ্যম

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের আসর বসেছে একটি জায়গায়। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র। পাত্রী দাঁড়িয়ে মঞ্চের নীচে। কনেকে উপরে আনার জন্য তাঁর দিকে হাত বাড়িয়ে দেন ওই পাত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১১:২১
Video of bride spit on groom’s hand goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ে করতে রাজি ছিলেন না পাত্রী। কিন্তু সে কথা ঘুণাক্ষরেও জানতেন না পাত্র। তাই বিয়ের মঞ্চে অতি উৎসাহে কনের হাত ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু হাত না ধরে পরিবারের ঠিক করা পাত্রের সেই হাতে থুতু ছিটিয়ে দিলেন পাত্রী। হবু স্ত্রীর কাণ্ড দেখে হতবাক হয়ে গেলেন বর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের আসর বসেছে একটি জায়গায়। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্র। পাত্রী দাঁড়িয়ে মঞ্চের নীচে। কনেকে উপরে আনার জন্য তাঁর দিকে হাত বাড়িয়ে দেন ওই পাত্র। কিন্তু সেই হাত না ধরে উল্টে হাতে থুতু ছিটিয়ে দেন পাত্রী। রাগী চোখে তাকিয়ে থাকেন হবু বরের দিকে। অন্য দিকে, পুরো ঘটনায় ভ্যাবাচ্যাকা খেয়ে যান ওই পাত্র। অবাক হয়ে তাকিয়ে থাকেন কনের দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শিবম যাদব’ নামের এক্স হ্যান্ডল থেকে। ১০ সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। পোস্টে দাবি করা হয়েছে, বিয়েতে রাজি ছিলেন না বলেই তরুণী পাত্রী ওই কাণ্ড ঘটিয়েছেন। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পাত্রী যা করেছেন, তা অসভ্যতা বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার ঘটনাটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা চরম অসভ্যতা। বরের উচিত ছিল মঞ্চ থেকে নেমে যাওয়া।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ক্ষমার অযোগ্য। মেয়েটির পরিবারও যদি ক্ষমা চায় তা হলেও পাত্রের বিয়েতে রাজি হওয়া উচিত নয়।’’

Advertisement
আরও পড়ুন