Viral Video

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবেশীর বাড়ির বেড়া ভেঙে জলে পড়ল গাড়ি, ‘সুইমিং পুলে পার্কিংয়ের চেষ্টা’র ভিডিয়ো ভাইরাল

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবেশীর বাড়ির বেড়া ভেঙে ভিতরে ঢুকে পড়ে গাড়িটি। প্রতিবেশীর বাড়ির পিছনে ছিল একটি সুইমিং পুল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে সেই পুলেই পড়ল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সামনে দাঁড় করানো ছিল প্রৌঢ়ের গাড়ি। তা নিয়ে রাস্তায় বেরোচ্ছিলেন তিনি। কিন্তু বেরোনোর সময় কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রতিবেশীর বাড়ির বেড়া ভেঙে সোজা তাঁদের সুইমিং পুলে গিয়ে পড়ে গাড়িটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘৭নিউজ়সিড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সুইমিং পুলের মধ্যে একটি গাড়ি ডুবে গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার দুপুর ২টো ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার সিডনির ভিনসেন্ট স্ট্রিটে ঘটেছে। বাড়ির সামনে পার্ক করা গাড়িটি নিয়ে বেরোচ্ছিলেন এক প্রৌঢ়। কিন্তু কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবেশীর বাড়ির বেড়া ভেঙে ভিতরে ঢুকে পড়ে গাড়িটি।

প্রতিবেশীর বাড়ির পিছনে ছিল একটি সুইমিং পুল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে সেই পুলেই পড়ল। জোর শব্দ পেয়ে বাড়ির পিছনে ছুটে গেলেন প্রতিবেশী। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে প্রৌঢ়াকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করলেন তিনি। উদ্ধারের সময় গাড়ির কাচে হাত কেটে যায় প্রতিবেশীর।

প্রৌঢ়ের পাশাপাশি প্রতিবেশীকেও নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে দু’জনেই সুস্থ রয়েছেন। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা মজা করে মন্তব্য করেছেন, “গাড়িটি মনে হয় সুইমিং পুলেই দাঁড়াতে চেয়েছিল।” আবার কেউ কেউ লিখেছেন, ‘‘এ গাড়ি তো সাঁতার জানে। দিব্যি সুইমিং পুলে নেমে গেল।’’

Advertisement
আরও পড়ুন