Viral Video

দেহ শূন্যে, মুখ গর্তে, অদ্ভুত কায়দায় ইঁদুর শিকার ধূর্ত শিয়ালের! ভাইরাল ভিডিয়োয় মন মজল নেটাগরিকদের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল মাঠের মধ্যে ওত পেতে বসে রয়েছে একটি কোয়োট। একটি ইঁদুরের গর্তের দিকে নজর রাখছে সে। সেই গর্ত থেকে মুখে বাড়াচ্ছে একটি ইঁদুর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৯:০৮
Video of coyote catching rodent in a field goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

গর্তের ভিতর থেকে মুখ বার করছিল ইঁদুর। অনেক ক্ষণ ধরে সে দিকে নজর রাখছিল কোয়োট (আমেরিকার শিয়াল প্রজাতির প্রাণী)। সুযোগ পেয়েই গর্তে মুখ ঢুকিয়ে সেই ইঁদুর শিকার করল চারপেয়ে প্রাণীটি। তার শিকারের অদ্ভুত কায়দা দেখে ঝড় উঠল সমাজমাধ্যমে! ওই কোয়োটের ইঁদুর শিকারের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল মাঠের মধ্যে ওত পেতে বসে রয়েছে একটি কোয়োট। একটি গর্তের দিকে নজর রাখছিল সে। সেই গর্ত থেকে মুখে বাড়াচ্ছিল একটি ইঁদুর। হঠাৎই ক্ষিপ্র ভাবে গর্তের দিকে তেড়ে যায় কোয়োটটি। শূন্যে লাফায় সে। এর পর পিছনের দু’পা আকাশের দিকে তুলে মুখ গর্তে ঢুকিয়ে দেয় শূন্যে থাকা অবস্থাতেই। মুখে করে টান মেরে বার করে আনে ইঁদুরটিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো ‘নেচার ইজ় মেটাল’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘‘বেশ কয়েক বার ব্যর্থ হওয়ার পর কোয়োট অবশেষে সফল হয়েছে।’’ ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। মজার মজার মন্তব্য করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিকারের কায়দা দেখে মুগ্ধ। এর কাছ থেকে বাকি প্রাণীদের শিকার শেখা উচিত।’’

Advertisement
আরও পড়ুন