ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অনলাইনে কেনাকাটার মাধ্যমে পণ্য অর্ডার করেছিলেন এক ব্যক্তি। বাড়ির ঠিকানায় অর্ডার পৌঁছোনোর জন্য অপেক্ষা করছিলেন তিনি। তরুণ ডেলিভারি কর্মী নির্দিষ্ট সময়ে ঠিকানায় পৌঁছে গেলেন। কিন্তু তাঁর বাহন সাইকেল অথবা বাইক ছিল না। কালো রঙের থারে চেপে পণ্য ডেলিভারি করতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দিব্যাগ্রুভজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কালো রঙের একটি থার থেকে নামছেন এক তরুণ। তিনি পেশায় ডেলিভারি কর্মী। থারে চেপে ক্রেতার বাড়িতে পণ্য ডেলিভারি করতে গিয়েছেন তিনি।
বাড়ির সদর দরজার সামনে প্যাকেটটি রেখে তিনি আবার গাড়িতে উঠে পড়লেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। বারান্দা থেকে এক ব্যক্তি এই দৃশ্য তাঁর ক্যামেরায় বন্দি করেন। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়ে যায়।
নেটাগরিকদের একাংশের দাবি, তরুণের প্রচুর টাকাপয়সা রয়েছে। অতিরিক্ত উপার্জনের জন্য বোধ হয় অবসরে এই কাজ করেন। আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘এমন ডেলিভারি কর্মী তো বাপের জন্মে দেখিনি। এ যে একেবারে ‘টাকার কুমির!’’