Viral Video

কানে যন্ত্রণা, ঝিঁঝি করছে! বালকের কান পরীক্ষা করে জ্যান্ত আরশোলা বার করলেন চিকিৎসক, গা ঘিনঘিনে ভিডিয়ো ভাইরাল

বালকের কানের ভিতর আস্ত একটি আরশোলা! তা-ও আবার জ্যান্ত! কানের ভিতর নড়াচড়া করছে আরশোলাটি। তার ফলে কান ঝিঁঝি করছে বালকের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কয়েক দিন ধরে কানে অস্বাভাবিক যন্ত্রণা করছিল বালকের। সেই যন্ত্রণা ক্রমাগত বেড়েই যাচ্ছিল। উপায় না দেখে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন তার মা। চিকিৎসক প্রথমে ভেবেছিলেন যে, কানে সামান্য সংক্রমণ হয়েছে। ওষুধ খেলেই তা সেরে যাবে। কিন্তু কান পরীক্ষা করে চমকে গেলেন তিনি। বালকের কানের মধ্যে নড়াচড়া করছে একটি জ্যান্ত আরশোলা। তা দেখে রাতারাতি চিকিৎসালয়েই বালকের কানের ভিতর থেকে আরশোলাটি টেনে বার করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনাটি কম্বোডিয়ার নম ফেহ এলাকায় ঘটেছে। ছেলে কানের যন্ত্রণায় ভুগছিল বলে তাকে নিয়ে স্থানীয় চিকিৎসালয়ে গিয়েছিলেন মা। সব শুনে চিকিৎসকও ভেবেছিলেন যে, বালকের কানে সামান্য সংক্রমণ হয়েছে। কিন্তু পরীক্ষা করে দেখার সময় চমকে ওঠেন তিনি। বালকের কানের ভিতর আস্ত একটি আরশোলা! তা-ও আবার জ্যান্ত! কানের ভিতর নড়াচড়া করছে আরশোলাটি। তার ফলে কান ঝিঁঝি করছে বালকের।

চিকিৎসালয়ের মধ্যেই আরশোলা বার করার সিদ্ধান্ত নিলেন চিকিৎসক। ভয়ে মায়ের হাত শক্ত করে ধরেছিল সেই বালক। আরশোলা বার করার সময় যদি বালক মাথা নাড়িয়ে ফেলে তা হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ছেলের মাথা দু’দিক থেকে ধরে ছিলেন তার মা।

কয়েক মিনিটের চেষ্টায় খুব সন্তর্পণে আরশোলাটি কান থেকে বার করতে সফল হন চিকিৎসক। বালকের মাকে বকাবকিও করেন তিনি। ঘরদোর যেন পরিষ্কার করে রাখা হয়, তা নিয়ে কড়া নির্দেশও দেন চিকিৎসক। আরশোলাটি বার করে দেওয়ার পর কানের যন্ত্রণা একেবারেই উধাও হয়ে গিয়েছে বালকের। তবুও চিকিৎসক তাকে নির্দিষ্ট সময় অন্তর কানের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন