Viral Video

মিষ্টি দম্পতি! ট্রেনে বসে স্ত্রীকে নেলপলিশ পরিয়ে দিচ্ছেন বৃদ্ধ, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

ট্রেনের এসি কামরার নীচের বার্থে মুখোমুখি বসে রয়েছেন এক দম্পতি। বার্থের উপর হাত পেতে রয়েছেন বৃদ্ধা স্ত্রী। তাঁকে যত্ন করে নেলপলিশ পরিয়ে দিচ্ছেন বৃদ্ধ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৫:৫৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ত্রীর সঙ্গে ট্রেন সফর করছেন বৃদ্ধ। সফরের সময়টুকুও স্ত্রীর থেকে চোখ সরছে না তাঁর। আদরে-যত্নে ভরিয়ে রাখছেন তাঁকে। সফরের এই ফাঁকা সময়ের সুযোগও নিলেন তিনি। যত্ন করে স্ত্রীকে নেলপলিশ পরিয়ে দিলেন সেই বৃদ্ধ। ট্রেন সফরের এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আইঅ্যামরোহনতামহানে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় এক বৃদ্ধ দম্পতির ট্রেন সফরের দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ট্রেনের এসি কামরার নীচের বার্থে মুখোমুখি বসে রয়েছেন এক দম্পতি। বার্থের উপর হাত পেতে রয়েছেন বৃদ্ধা স্ত্রী।

তাঁকে যত্ন করে নেলপলিশ পরিয়ে দিচ্ছেন বৃদ্ধ। দু’জনের মুখেই মিষ্টি হাসি। বৃদ্ধ দম্পতির প্রেম দেখে মনে হচ্ছে যে, তাঁরা এখনও ‘চিরতরুণ’ রয়েছেন। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এই মিষ্টি প্রেমের ভিডিয়ো দেখে মন ভাল হয়ে গেল। ভালবাসা এবং যত্ন থাকলে সম্পর্ক আজীবন মধুর থাকে। আজকাল এমন দৃশ্য দেখাই যায় না। সকলেই তো মোবাইল ফোনে মুখ গুঁজে থাকেন।’’

Advertisement
আরও পড়ুন