Viral Video

ভুল ঠিকানায় ড্রোনভর্তি মাদক পাচার করে মাথায় হাত! ড্রোন ফেরত চাইতে গিয়ে গ্রেফতার তরুণ, ভাইরাল ভিডিয়ো

রিমোট কন্ট্রোল হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ড্রোনটি পরিচালনা করছিলেন তরুণ। কিন্তু অন্য বাড়ির দালানে সেই ড্রোনটি ঢুকে পড়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৩:৪২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাতে রিমোট নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন এক তরুণ। ড্রোনের মধ্যে একগুচ্ছ প্যাকেট ভরে তিনি মাদক পাচার করছিলেন বলে অভিযোগ। কিন্তু মাদক ডেলিভারি করতে গিয়ে সমস্যায় পড়লেন। যে ঠিকানায় মাদক পৌঁছে দেওয়ার কথা, সেখানে না পাঠিয়ে অন্য এক জনের বাড়িতে মাদকভর্তি ড্রোন পাঠিয়ে ফেললেন তিনি। পরে ভুল স্বীকার করে নিতে সেই বাড়ির দরজায় কড়া নাড়লেন তরুণ। তাঁর ড্রোন ফেরত চাইলেন।

Advertisement

সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেন সেই বাড়ির মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় পুলিশ। তরুণকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ফ্লোরিডার লুৎজ় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ৪৯ বছর বয়সি তরুণের নাম জেসন ব্রুক্‌স। হিল্‌সবোরো কাউন্টি শেরিফের দাবি, ড্রোনের ভিতর ফেন্টানিল এবং মেথাঅ্যাম্ফিটামাইন নামের মাদক ভরে নির্দিষ্ট ঠিকানায় পাচার করছিলেন জেসন। রিমোট হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ড্রোনটি পরিচালনা করছিলেন তিনি।

কিন্তু অন্য বাড়ির দালানে সেই ড্রোনটি ঢুকে পড়ে। অনধিকার প্রবেশের জন্য ক্ষমা চাইতে এবং ড্রোন ফেরত আনতে দরজায় কড়া নাড়েন জেসন। কিন্তু ড্রোনটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে থাকা মাদকের প্যাকেটগুলিও চারদিকে ছড়িয়ে পড়েছিল। বিপদ বুঝে পুলিশকে খবর দেন সেই বাড়ির মালিক। মাদক পাচার করার অপরাধে জেসনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

Advertisement
আরও পড়ুন