Viral Video

চলন্ত গাড়ির ছাদ থেকে নাগাড়ে ফাটাচ্ছেন বাজি! তরুণদের ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ করল পুলিশ

একটি গাড়ির ছাদ থেকে নাগাড়ে বাজি ফাটিয়ে যাচ্ছেন তরুণের দল। এক্সপ্রেসওয়ে দিয়ে সেই গাড়ি ছুটে যাচ্ছে। পাশাপাশি আরও একটি গাড়ি ছুটে চলেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৫:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতে এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন তরুণের দল। ফূর্তি করতে গাড়ির ছাদ থেকে বাজি ফাটাচ্ছিলেন তাঁরা। অন্য একটি গাড়ি থেকে এক তরুণ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। পিছন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক প্রত্যক্ষদর্শী। তরুণের দলের এই কীর্তিকলাপের ভিডিয়ো নিজের ফোনে তুলে ফেললেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মায়াঙ্ক খান্ডেলওয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো এবং কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে, একটি গাড়ির ছাদ থেকে নাগাড়ে বাজি ফাটিয়ে যাচ্ছেন তরুণের দল। এক্সপ্রেসওয়ে দিয়ে সেই গাড়ি ছুটে যাচ্ছে। পাশাপাশি আরও একটি গাড়ি ছুটে চলেছে।

দ্বিতীয় গাড়ি থেকে এক জন তরুণ বাজি ফাটানোর দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। ২৩ সেপ্টেম্বর এই ঘটনাটি গুরুগ্রামের সেক্টর ৫৮-এর কাছে দ্বারকা এক্সপ্রেসওয়েতে রাত ১১টা ২৫ মিনিটে ঘটেছে। দু’টি গাড়ির পিছনে এক পথচারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তিনিই পুরো ঘটনাটির ভিডিয়ো তুললে তা সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে।

পরে সেই ভিডিয়ো নজরে পড়ে গুরুগ্রাম পুলিশের। নিজেদের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করে পুলিশের তরফে জানানো হয় যে, উপযুক্ত পদক্ষেপ করার জন্য প্রয়োজনীয় দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন