Viral Video

চাষের জমিতে ঢুকে তরুণদের আক্রমণ চিতাবাঘের! প্রাণ বাঁচাতে লাঠি হাতে হাজির গ্রামবাসীরা, ভাইরাল ভিডিয়ো

জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। খেতে চাষ করতে ব্যস্ত ছিলেন সেই গ্রামের কয়েক জন বাসিন্দা। চিতাবাঘটি তাঁদের দেখে আক্রমণ করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৯:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গল থেকে টহল দিতে দিতে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। গ্রামে ঢুকে সেখানকার চাষের জমিতে হুলস্থুল বাধাল সে। চাষের কাজে ব্যস্ত ছিলেন কয়েক জন গ্রামবাসী। তাঁদের দেখে তেড়ে গেল চিতাবাঘটি। তাঁদের কামড়াতে শুরু করল সে। প্রাণ বাঁচাতে লাঠি হাতে চিতাবাঘটিকে ঘিরে ধরলেন গ্রামবাসীরা। তাঁদের সঙ্গে ‘লড়াই’-এ নেমে পড়ল জঙ্গলের হিংস্র শিকারি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নিখিল সাইনি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাবাঘকে লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করছেন গ্রামবাসীরা। সেই চিতাবাঘটিও হাল ছাড়ার পাত্র নয়। একাই এত জনের বিরুদ্ধে মোকাবিলা করতে প্রস্তুত সে। দু’পায়ে দাঁড়িয়ে ‘লড়াই’ করে যাচ্ছে চিতাবাঘটি। কিন্তু বেশি ক্ষণ ‘যুদ্ধ’ চালাতে পারল না সে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার হিমাচল প্রদেশের উনা জেলার পালকওয়া গ্রামে ঘটেছে। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। খেতে চাষ করতে ব্যস্ত ছিলেন সেই গ্রামের কয়েক জন বাসিন্দা। চিতাবাঘটি তাঁদের দেখে আক্রমণ করে। গ্রামবাসীদের দাবি, এক ব্যক্তির পায়ে এবং এক ব্যক্তির কানে কামড়ে দেয় চিতাবাঘটি। প্রাণে বাঁচতে চিতাবাঘটিকে ঘিরে ফেলেন গ্রামবাসীরা।

লাঠি হাতে তাকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকেন তাঁরা। প্রথমে দু’পায়ে দাঁড়িয়ে ‘লড়াই’ করলেও পরে একটি বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে চিতাবাঘটি। বন দফতরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে বনবিভাগের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেন।

Advertisement
আরও পড়ুন