viral video

কুমিরভর্তি জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে ছেলেখেলা, পার হতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়লেন তরুণ! হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে

মাঝারি মাপের একটি জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে গোটা কতক কুমির। তাদের সামনে গিয়ে পা বাড়িয়ে দিচ্ছেন টুপি পরা এক তরুণ। কুমিরগুলি তাঁকে দেখে এক জায়গায় জড়ো হয়ে যায়। জল থেকে মাথা উঁচু করে অপেক্ষা করে থাকে শিকারের। একাধিক কুমির দেখেও ভয় পাননি তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০৭:৩৭
man try to cross waterbody full of crocodile

—প্রতীকী ছবি।

কুমিরভর্তি জলাশয়ে ‘ছেলেখেলা’ করতে গিয়ে নিজের চরম বিপদ ডেকে আনলেন এক তরুণ। মুহূর্তের মধ্যে যে কাউকে শিকার করতে পারে ‘জলের রাজা’। তাই এই প্রাণীর কাছে গিয়ে সাবধানতা অবলম্বন না করলে যে কোনও সময় বড় বিপদ ঘটে যেতে পারে। ছোটবেলার ‘কুমির-ডাঙা’ খেলার মতো আচরণ করতে গিয়ে গোটা ছয়েক কুমিরের হাঁ-এর মধ্যে পড়লেন তরুণ। ভয়াবহ সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমজামাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বাড়ির পিছনে মাঝারি মাপের একটি জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে গোটা কতক কুমির। তাদের সামনে গিয়ে পা বাড়িয়ে দিচ্ছেন টুপি পরা এক তরুণ। কুমিরগুলি তাঁকে দেখে এক জায়গায় জড়ো হয়ে যায়। জল থেকে মাথা উঁচু করে অপেক্ষা করে থাকে শিকারের। একাধিক কুমির দেখেও ভয় পাননি তরুণ। একটি বাড়ির বারান্দার রেলিং থেকে ঝোলা একটি দড়ি ধরে জলের উপরে থাকা পাথরে পৌঁছোনোর চেষ্টা করেন তিনি। দড়ি ধরে ঝুলতেই তাঁর দেহের ভারে দড়িটি ছিঁড়ে পড়ে যায়। জড়ো হয়ে থাকা কুমিরগুলির উপর গিয়ে পড়ে যান তরুণ। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়। তরুণের কী পরিণতি হল তা শেষ পর্যন্ত আর জানা যায়নি।

ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর সেটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। ইতিমধ্যেই ১০ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। প্রচুর লাইক এবং কমেন্ট জমা পড়েছে তাতে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক তরুণের বোকামির নিন্দা করে লিখেছেন, ‘‘মানুষ এত বোকাও হতে পারে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কারও প্রাণের মায়া কি এত কম হতে পারে?’’

Advertisement
আরও পড়ুন