ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হস্তীশাবককে জঙ্গলের মধ্যে একা পেয়ে তাকে ঘিরে ধরল সিংহ দম্পতি। শাবকের ঘাড়ের উপর চেপে বসল সিংহী। হাতির শাবককে যে সিংহী শিকার করে কাবু করবে তা উপভোগ করার জন্য সামনে দর্শকের মতো দাঁড়িয়েছিল সিংহ। হঠাৎ দুই সিংহকে দেখে সে দিকে তেড়ে গেল একটি মস্ত বড় হাতি। হাতির রাগ দেখে শিকার ছেড়ে পালাল সিংহী। সিংহও ভয় পেয়ে সিংহীর পিছু ধরল। শাবককে শুঁড় দিয়ে আগলে রক্ষা করল সেই হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডফ্রেন্ড্স_আফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক হস্তীশাবকের ঘাড়ের উপর চেপে বসেছে এক সিংহী। দূর থেকে সেই দৃশ্য উপভোগ করছে এক সিংহ। সন্তানের বিপদ দেখে সে দিকে ছুটে গেল মা হাতি।
রেগে গিয়ে সিংহ দম্পতিকে তাড়া করল সে। সন্তানের প্রাণ রক্ষা করতে নিজের জীবনের ঝুঁকি নিতে বিন্দুমাত্র দ্বিদা করল না মা হাতি। হাতিকে তেড়ে আসতে দেখে শিকার ছেড়ে লাফ দিয়ে পালাল সিংহ। ক্রুদ্ধ হাতির সঙ্গে লড়াইয়ে পেরে উঠবে না ভেবে সিংহীর পিছন পিছন সেই এলাকা ছেড়ে চলে গেল সিংহও। পরে সন্তানকে শুঁড় দিয়ে আগলে আদর করল মা হাতি।