Viral Video

ছেলের হাতে আঁকা সাপের উল্কি! ভক্তি দেখিয়ে ফুল, তিলক দিয়ে পুজো মায়ের, ভাইরাল ভিডিয়ো

হাত পেতে রয়েছেন তরুণ। তাঁর হাতে আঁকা উল্কির উপর ফুল রেখে দিলেন তরুণের মা। তার পর সাপের মুখের মাঝখানে তিলক লাগিয়ে দিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১২:২১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কনুই থেকে সাপের লেজ পেঁচিয়ে পেঁচিয়ে কব্জি পর্যন্ত চলে এসেছে। সেখানেই ফণা তুলে রয়েছে সাপটি। চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। এমনই একটি উল্কি হাতে এঁকেছেন তরুণ। ছেলের হাতে সাপের উল্কি দেখে ভক্তিভাব জেগে উঠেছে তাঁর মায়ের মনে। ফুল দিয়ে পুজো করতে শুরু করে দিয়েছেন তরুণের মা। সাপের মুখে তিলকের ফোঁটাও লাগাতে দেখা গেল তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডিএইচ৮নুশ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ তাঁর হাত ঘুরিয়ে উল্কি দেখাচ্ছেন। হঠাৎ দেখা গেল তিনি হাত পেতে রয়েছেন। তাঁর হাতে আঁকা উল্কির উপর ফুল রেখে দিলেন তরুণের মা। তার পর সাপের মুখের মাঝখানে তিলক লাগিয়ে দিলেন তিনি।

তরুণের হাতে ডিমও রেখে দিতে দেখা গেল তাঁকে। মায়ের ভক্তিভাব দেখে অবাক হয়ে গেলেন তরুণ। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যেতে হাসির রোল ওঠে। এক জন নেটাগরিক লিখেছেন, “তরুণের মা মনে হয় সারা দিন পুজোআচ্চা নিয়ে থাকেন। তাই উল্কিও বাদ পড়েনি তাঁর নজর থেকে।” আবার এক জন লিখেছেন, “রিল বানানোর জন্য এ সব করতে হয়।”

Advertisement
আরও পড়ুন