Viral Video

হাতে লাঠি, তাড়াহুড়ো করেও ট্রেন ধরতে পারলেন না বৃদ্ধা, নজরে পড়তেই ট্রেন থামালেন চালক! ভিডিয়ো ভাইরাল

এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছেন। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশি জোরে হাঁটতেও পারছেন না তিনি। এ দিকে, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১০:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্ল্যাটফর্মে লোকাল ট্রেন এসে দাঁড়িয়েছে। কিন্তু সময়মতো প্ল্যাটফর্মে পৌঁছোতে পারলেন না বৃদ্ধা। লাঠি হাতে কোনও রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সময় বৃদ্ধার দিকে নজর পড়ল ট্রেনচালকের। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘লাইফ_ইজ়_ট্রেনস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছেন। কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশি জোরে হাঁটতেও পারছেন না তিনি। এ দিকে, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে।

বৃদ্ধাকে এমন ভাবে আসতে দেখে ট্রেন থামিয়ে দিলেন চালক। বৃদ্ধা ট্রেনে উঠলে তার পর ট্রেন চালাতে শুরু করলেন তিনি। এই ঘটনাটি মুম্বইয়ের একটি লোকাল রেলস্টেশনে ঘটেছে। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ট্রেনচালক খুব সহৃদয় ব্যক্তি। বৃদ্ধাকে দেখে মানবিকতার খাতিরে যে তিনি ট্রেন থামিয়ে ফেললেন, তা প্রশংসাযোগ্য। সত্যিই দু’সেকেন্ড দেরি করে ছাড়লে বিশেষ কোনও ক্ষতি হত না। কিন্তু বৃদ্ধাকে পরবর্তী ট্রেনের জন্য বহু ক্ষণ অপেক্ষা করতে হত।’’

Advertisement
আরও পড়ুন