Viral Video

রেললাইনে ঘুরে বেড়াচ্ছে ময়ূর! দেখে ট্রেন থামিয়ে দিলেন চালক, দৃশ্য দেখে মুগ্ধ হলেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো

রেললাইনের উপর দিয়ে হেলেদুলে হেঁটে যাচ্ছে একটি ময়ূর। একই অভিমুখে ছুটে যাচ্ছিল একটি ট্রেন। ময়ূরটিকে দূর থেকে দেখে মুহূর্তের মধ্যে ট্রেনটি থামিয়ে দেন চালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৪:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লোকাল ট্রেনে চেপে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু মাঝপথে ট্রেন থামিয়ে দেন চালক। যাত্রীরা প্রথমে ঘাবড়ে গেলেও পরে ঘটনাটি জেনে মন ভাল হয়ে যায় তাঁদের। আসলে, রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল একটি ময়ূর। দূর থেকে তা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ব্রেক কষেন ট্রেনের চালক। ময়ূরটি এগিয়ে যেতেই ধীর গতিতে আবার ট্রেন চালাতে শুরু করেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘কর্জত_আপডেটনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রেললাইনের উপর দিয়ে হেলেদুলে হেঁটে যাচ্ছে একটি ময়ূর। একই অভিমুখে ছুটে যাচ্ছিল একটি ট্রেন। ময়ূরটিকে দূর থেকে দেখে মুহূর্তের মধ্যে ট্রেনটি থামিয়ে দেন চালক। ময়ূরটি গুটি গুটি পায়ে এগোতেই ফের ট্রেন চালু করেন চালক। সোমবার এই ঘটনাটি মুম্বইয়ে কর্জত থেকে খোপোলি স্টেশন যাওয়ার পথে ঘটেছে।

ট্রেনে এই দূরত্ব অতিক্রম করতে কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। স্থানীয়দের একাংশের দাবি, পাহাড়ি এলাকা থেকে ময়ূরটি কোনও ভাবে রেললাইনের দিকে চলে এসেছিল। কিছু ক্ষণ রেললাইন ধরে হাঁটার পর ময়ূরটি রেললাইন থেকে নেমে পড়ল। তার পর দু’টি রেললাইনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অন্য দিকে চলে যায়। রেললাইনে হঠাৎ ময়ূরের দেখা পেয়ে মুগ্ধ হয়ে যান ট্রেনের যাত্রীরা। ভিডিয়োটি দেখে ট্রেনের চালকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘ট্রেনের চালক যে ময়ূরটিকে দেখে সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য।’’

Advertisement
আরও পড়ুন