ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়িতে চেপে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। গাড়ির একটি দরজা খোলা ছিল। তা দেখেই জঙ্গল থেকে লাফ দিয়ে সাফারি জিপের ভিতর উঠে পড়ল মস্ত বড় একটি বাঘ। জানলার ধারেই বসেছিলেন এক জন তরুণী। গাড়িতে উঠে সেই তরুণীর দিকেই মুখ হাঁ করে এগিয়ে গেল বাঘটি। তরুণী স্থির হয়ে বসে রইলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই বাঘটি আবার লাফ দিয়ে গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে দৌড়ে গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাল্টিভার্সম্যাট্রিক্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সাফারি জিপের দরজা খোলা। গাড়ির ধারে বসে রয়েছেন এক তরুণী পর্যটক। ভয়ে যেন একেবারে তটস্থ হয়ে গিয়েছেন তিনি। কারণ, তরুণীর সামনে তখন হাঁ করে এগিয়ে আসছে মস্ত বড় একটি বাঘ। জিপের আসনের উপর পা তুলে দাঁড়িয়ে রয়েছে বাঘটি।
তরুণীর মুখের কাছে এগিয়ে এসে নিজের মুখ হাঁ করে ফেলল সে। মুহূর্তের মধ্যেই জিপ থেকে লাফ দিয়ে জঙ্গলের দিকে দৌড়ে গেল বাঘটি। তরুণী-সহ গাড়ির অন্য পর্যটকেরা চমকে গিয়ে সে দিকে তাকালেন। নেটাগরিকদের অধিকাংশের দাবি, এই ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে তৈরি করা। তাঁদের কথায়, ‘‘সাফারি জিপের ভিতর কখনও এ ভাবে বাঘ উঠে পড়তে পারে না। তা ছাড়া এমন পরিস্থিতিতে কারও পক্ষে এত শান্ত থাকা সম্ভব নয়। এমন ভিডিয়ো দেখলে মনে অকারণে আতঙ্ক সৃষ্টি হয়।’’