Viral Video

হাজার টাকায় বিক্রি হচ্ছে গোখরোর মাংস, মজা করে খাচ্ছে মানুষ! প্রকাশ্যে গা ঘিনঘিন করা ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাকার্তায় একটি রাস্তার ধারের দোকানে খাঁচায় ভরে রাখা হয়েছে বিষাক্ত গোখরো। খাঁচা থেকে সাপগুলিকে বার করার পর রান্না করে পরিবেশন করা হচ্ছে গরম গরম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৩
Video of people of Jakarta eating cobra goes Viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হাজার টাকায় গোখরোর মাংস বিক্রি হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। বিকোচ্ছেও দেদার। মজা করে খাচ্ছেন স্থানীয়েরা। এমনই এক গা ঘিনঘিনে ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আনলেন ভারতীয় এক ভ্লগার। আকাশ চৌধরি নামে ওই তরুণ ভ্রমণ বিষয়ক ভ্লগ তৈরি করেন। সম্প্রতি ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই গোখরোর মাংস বিক্রির ওই ঘটনা তিনি ক্যামেরাবন্দি করেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাকার্তায় একটি রাস্তার ধারের দোকানে খাঁচায় ভরে রাখা হয়েছে বিষাক্ত গোখরো। খাঁচা থেকে সাপগুলিকে বার করার পর রান্না করে পরিবেশন করা হচ্ছে গরম গরম। মনের আনন্দে তা খাচ্ছেন গ্রাহকেরা। তবে সেই খাবারের দাম নেহাত কম নয়। প্রায় দু’লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়াতে বিক্রি হচ্ছে এক একটি সাপ, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০০০ টাকার সমান। এ ভাবে সাপের মাংস বিক্রি হতে দেখে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় আকাশকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ইনস্টাগ্রামে নেটপ্রভাবী আকাশ গত ২২ জুলাই ভিডিয়োটি তাঁর অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। তবে সম্প্রতি সেটি ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। ৪০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। আকাশ জানিয়েছেন, জাকার্তার মানুষেরা মনে করে সাপ খাওয়া শরীরের জন্য ভাল। এতে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শক্তিও বাড়ে। আর সে জন্যই নাকি সাপ দিয়ে তৈরি বিভিন্ন পদ খেতে পছন্দ করেন তাঁরা। ভিডিয়োটি দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে এই খাদ্যাভাসের নিন্দাও করেছেন।

Advertisement
আরও পড়ুন