Viral Video

ওজন না কমালে এক বছরে চাকরি থেকে ছাঁটাই! শরীরচর্চা করতে থানায় জ়ুম্বা ডান্স পুলিশকর্মীদের, ভাইরাল ভিডিয়ো

একঘেয়েমি থেকে মুক্তির জন্য ইদানিং অনেকেই নতুন ধরনের শরীরচর্চার বিকল্প হিসাবে জ়ুম্বা ডান্সকে বেছে নিচ্ছেন। কেবল ওজন কমাতেই নয়, ক্রনিক অসুখ ঠেকাতেও এই ব্যায়ামের উপর ভরসা রাখেন অনেকেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৭:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ওজন বেশি হওয়ার কারণে কর্মক্ষেত্রে সমস্যা! দৌড়াদৌড়ির কাছে নাকি পিছিয়ে পড়ছেন পুলিশকর্মীরা। তাই উপরমহল থেকে পুলিশদের দেওয়া হয়েছে কড়া নির্দেশ। এক বছরের মধ্যে ওজন কমাতে না পারলে পেতে হবে কঠিন ‘শাস্তি’। যাঁরা ওজন কমাতে ব্যর্থ হবেন, তাঁদের পুলিশের চাকরি থেকে ছাঁটাই করা হবে, এমনটাই নিয়ম জারি করা হয়েছে। সেই ভয়ে সারি বেঁধে দাঁড়িয়ে পুলিশকর্মীরা সকাল সকাল জ়ুম্বা ডান্স শুরু করে দিয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, থানার সামনে পুলিশকর্মীরা সকলে ইউনিফর্ম পরে নাচ করছেন। আসলে, শরীরচর্চার জন্য জ়ুম্বা ডান্স করছেন তাঁরা। এই ঘটনাটি ফিলিপিন্সের একটি থানায় ঘটেছে।

ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, পুলিশকর্মীদের ওজন কমানোর জন্য ফিলিপিন্সের কয়েকটি থানায় সকালে জ়ুম্বা ডান্সের ব্যবস্থা করা হয়েছে। সকালে নিয়মিত জ়ুম্বা ডান্স করিয়ে ওজন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরি খোয়ানোর ভয়ে সকলেই সারি বেঁধে শরীরচর্চা করতে নেমে পড়েছেন।

একঘেয়েমি থেকে মুক্তির জন্য ইদানিং অনেকেই নতুন ধরনের শরীরচর্চার বিকল্প হিসাবে জ়ুম্বা ডান্সকে বেছে নিচ্ছেন। কেবল ওজন কমাতেই নয়, ক্রনিক অসুখ ঠেকাতেও এই ব্যায়ামের উপর ভরসা রাখেন অনেকেই। অনেকের মতে, জ়ুম্বা ডান্স করলে মানসিক চাপ থেকে রেহাই পাওয়া সম্ভব। এমনকি, মনমেজাজ ভাল রাখতেও জ়ুম্বা ডান্সের জুড়ি মেলা ভার।

Advertisement
আরও পড়ুন