Viral Video

মালিকের বাগানে ভয়ঙ্কর গোখরো! তেড়ে গিয়ে টুকরো টুকরো করল রটওয়েলার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাগানে একটি নিচু জায়গায় একটি গাছের গোড়ায় ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি বিষধর গোখরো। তাকে দেখে তেড়ে যায় বাড়ির পোষ্য রটওয়েলার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৪:৪০
Video of Rottweiler and cobra goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

বাগানে আশ্রয় নিয়েছিল ভয়ঙ্কর গোখরো। উপস্থিতি টের পেয়েছিল পোষ্য রটওয়েলার। সাপটিকে দেখতে পেয়েই তার দিকে তেড়ে যায় সে। তার পর কী হল? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাগানে একটি নিচু জায়গায় একটি গাছের গোড়ায় ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি বিষধর গোখরো। তাকে দেখে তেড়ে যায় বাড়ির পোষ্য রটওয়েলার। সাপটিও তাকে দেখে ফোঁস ফোঁস করতে থাকে। এর পর বিদ্যুৎগতিতে রটওয়েলারটি শক্ত চোয়াল দিয়ে কামড়ে ধরে সাপটিকে। কয়েক সেকেন্ডের মধ্যে দু’টুকরো ফেলে গোখরোটিকে। সাপটির শরীরের একটি অংশ দূরে গিয়ে পড়ে। তবে তার পরেও শান্ত হয়নি কুকুরটি। সাপটির দেহের অপর অংশটি কামড়ে টুকরো টুকরো করতে থাকে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লোন_উল্‌ফ_ওয়ারিয়র২৭’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১৩ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ রটওয়েলারটির শক্তি দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন