Viral Video

ট্রামের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বাঁচলেন তরুণী, হাত ধরে টেনে উদ্ধার রক্ষীর, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

এক তরুণী অসতর্ক ভাবে রাস্তা পার করছিলেন। অন্য দিক থেকে একটি ট্রাম আসছিল। কিন্তু কানে ইয়ারফোন থাকায় তা টের পাননি তরুণী। রাস্তা পার হওয়ার জন্য ট্রামলাইনে নেমে পড়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১০:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ইয়ারফোন কানে গুঁজে রাস্তা পার করছিলেন তরুণী। অন্যমনস্ক থাকায় অন্য দিক থেকে যে ট্রাম আসছিল, তা টেরই পাননি তিনি। বিপরীত দিকে তাকিয়ে নিশ্চিন্তে রাস্তা পার হওয়ার জন্য ট্রামলাইনে পা দিয়েছেন তরুণী। তত ক্ষণে তরুণীর কাছেই পৌঁছে গিয়েছে ট্রামটি। নজরে পড়তে সঙ্গে সঙ্গে সেই তরুণীর হাত ধরে সরিয়ে দিলেন এক রক্ষী। ট্রামের চালকটিও বিপদ বুঝে তৎক্ষণাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়লেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সেম‌্স ওজ়কোক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী অসতর্ক ভাবে রাস্তা পার করছিলেন। অন্য দিক থেকে একটি ট্রাম আসছিল। কিন্তু কানে ইয়ারফোন থাকায় তা টের পাননি তরুণী। রাস্তা পার হওয়ার জন্য ট্রামলাইনে নেমে পড়েছিলেন তিনি। তত ক্ষণে ট্রামটিও তাঁর কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

কয়েক সেকেন্ডের মধ্যে ট্রামে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। বিপদের আঁচ পেয়ে সঙ্গে সঙ্গে তরুণীর হাত ধরে তাঁকে টেনে তুললেন এক নিরাপত্তারক্ষী। ট্রামের চালকও ভয় পেয়ে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় তুরস্কের কামহুরিয়েত স্কোয়্যার এলাকায় ঘটেছে। তরুণী তাঁর অসতর্কতার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তাঁর প্রাণ বাঁচানোর জন্য নিরাপত্তারক্ষীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।

Advertisement
আরও পড়ুন