Viral Video

বরযাত্রীদের সঙ্গে নাচ সত্তরোর্ধ্ব সুধা মূর্তির, সঙ্গ দিলেন ধনকুবের শিল্পপতিও, ভিডিয়ো ভাইরাল হতে প্রশংসার ছড়াছড়ি

কিরণের ভ্রাতুষ্পুত্রের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সুধা মূর্তি। তাঁকে সঙ্গ দিতে দেখা গেল কিরণকেও। পিছনে ঘোড়ায় চেপে অপেক্ষা করছেন পাত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৭:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক দিকে রাজ্যসভার সাংসদ, লেখিকা, ইনফোসিস-কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি। অন্য দিকে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা বায়োকন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ধনকুবের শিল্পপতি কিরণ মজুমদার শ। বয়স সত্তরের গণ্ডি পার করে ফেলেছে। তবুও বরযাত্রীদের আনন্দের ভাগীদার হতে হাত তুলে নাচ করছেন সুধা মূর্তি। কিরণের ভ্রাতুষ্পুত্রের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি।

Advertisement

সুধা মূর্তিকে সঙ্গ দিতে দেখা গেল কিরণকেও। পিছনে ঘোড়ায় চেপে অপেক্ষা করছেন পাত্র। এমনই একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন শিল্পোদ্যোক্তা অনিল শেট্টি। ভিডিয়োটি পোস্ট করে সুধা মূর্তি এবং কিরণের প্রশংসা করেছেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কর্নাটকের বেঙ্গালুরুর বিলাসবহুল রিসর্টে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সুধা মূর্তির পাশাপাশি সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন অনিলও। বরযাত্রীদের সঙ্গে নাচ করছিলেন অনিল।

সেখানে সুধা মূর্তি এবং কিরণকেও নাচ করতে দেখা যায়। সুধা মূর্তির পরনে ছিল গোলাপি শাড়ি। ভিডিয়োটি পোস্ট করে অনিল লিখেছেন, ‘‘আমার নৃত্যশৈলীর দিকে দয়া করে নজর দেবেন না। আমি খুব খুশি এই দেখে যে, দু’জন সত্তরোর্ধ্ব মহিলার এখনও কী উৎসাহ!’’ ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সুধা মূর্তি মানুষ হিসাবে খুবই ভাল। ওঁর মুখে সব সময় হাসি লেগে থাকে।’’

Advertisement
আরও পড়ুন