Viral Video

গতির তুফান তুলে এসইউভিকে টপকেই ‘মৃত্যু’র মুখোমুখি! ট্রাকের তলায় ঢুকে গেলেন তিন তরুণ, ভাইরাল ভিডিয়ো

বাইক চালাতে গিয়ে একটি এসইউভি এবং ট্রাকের মাঝখানে পড়ে গেল তাঁদের বাইকটি। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ট্রাকের চাকার তলায় পড়ে যান তিন তরুণ। কিন্তু ভাগ্য সহায় থাকায় কোনও বিপদ হয়নি তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৩:৪৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন এক তরুণ। পিছনে আরোহীর আসনে বসেছিলেন তাঁর দুই বন্ধু। তাঁদের মাথায়ও হেলমেট নেই। ব্যস্ত রাস্তা দিয়ে আশপাশের গাড়িঘোড়ার পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু বিপজ্জনক ভাবে বাইক চালাতে গিয়ে একটি এসইউভি এবং ট্রাকের মাঝখানে পড়ে গেল তাঁদের বাইকটি। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ট্রাকের চাকার তলায় পড়ে যান তিন তরুণ। কিন্তু ভাগ্য সহায় থাকায় কোনও বিপদ হয়নি তাঁদের। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বিজয়৯১১৭১৮৯০’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তা দিয়ে হেলমেট ছাড়াই একটি বাইকে চেপে যাচ্ছিলেন তিন তরুণ। পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি এসইউভি এবং একটি ট্রাকের মাঝখানে পড়ে যায় তাঁদের বাইকটি।

কিন্তু সরু জায়গা দিয়ে বাইকটি নিয়ে এগিয়ে যেতে পারেন না চালক। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সঙ্গীদের নিয়ে ট্রাকের চাকার তলায় পড়ে যান তিনি। ভাগ্য সহায় থাকায় বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা। এই ঘটনাটি পটনা-রাঁচী হাইওয়েতে ঘটেছে। যদিও ভিডিয়োটি পুরনো। আবার নতুন করে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। তিন তরুণ কটাক্ষের শিকার হয়ে পড়েছেন নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘একেই হেলমেট পরেননি। তার উপর আবার এমন ব্যস্ত রাস্তায় অসাবধান হয়ে বাইক চালাচ্ছেন! বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সকলে।’’

Advertisement
আরও পড়ুন