ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার ধারে দুই বিড়ালের মধ্যে শুরু হয়েছে কলহ। দু’টিতেই ‘ম্যাও, ম্যাও’ করে তর্ক করেই যাচ্ছে। কিন্তু খুব সহজে ঝামেলা মিটল না তাদের। বরং হাতাহাতি শুরু হয়ে গেল দু’টি বিড়ালের মধ্যে। একে অপরের ঘাড় ধরে থাবা দিয়ে মেরে অনবরত মারপিট করতে লাগল। একটি বিড়াল তাদের ঝগড়া থামাতে চাইলেও কোনও লাভ হল না। দুই বিড়ালের ‘মল্লযুদ্ধ’ দেখার জন্য রাস্তায় ভিড় জমে গেল। অনেকেই তাঁদের ফোনে এই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘উইয়ার্ডকায়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারে দু’টি বিড়াল লাফিয়ে বেড়াচ্ছে। বিড়াল দু’টি একে অপরের প্রতি খুবই বিরক্ত। থাবা দিয়ে তারা মেরেই চলেছে পরস্পরকে। এমনকি, ঘাড় মটকে দিতেও তৎপর হয়ে উঠেছে তারা।
দুই বিড়ালের মধ্যে ‘শান্তিচুক্তি’ স্থাপন করার চেষ্টা করছিল তৃতীয় বিড়ালটি। তাদের মারপিট থামানোরও চেষ্টা করল সে। কিন্তু বিশেষ লাভ হল না। বিড়াল দু’টি ‘লড়াই’ করতে করতে অন্য দিকে চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে জোড়া মার্জারের এই ‘মল্লযুদ্ধ’ উপভোগ করলেন পথচারীরা।