viral video

ওয়ার্ডেনকে মুহুর্মুহু হাতুড়ির ঘা, জেল ভেঙে পালাল দুই বন্দি! সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই হইচই

হঠাৎ একটি হাতুড়ি নিয়ে জেলের ওয়ার্ডেনের উপর আক্রমণ চালায় এক বন্দি। তাঁকে লক্ষ্য করে মুহুর্মুহু হাতুড়ির ঘা মারতে থাকে সে। সেই আক্রমণে হতচকিত হয়ে যান ওয়ার্ডেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৫
two prisoners on remand escaped from the jail

ছবি: সংগৃহীত।

ওয়ার্ডেনের উপর হামলা চালিয়ে জেল থেকে পালিয়ে গেল দুই বন্দি। অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার একটি কারাগারে ওয়ার্ডেনের উপর হাতুড়ি নিয়ে হামলা চালিয়ে ফেরার হলেন রিমান্ডে থাকা দুই বন্দি। জেলে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহ দৃশ্য। সমাজমাধ্যমে তা ছড়িয়ে পড়তে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ঘটনাটি কবে ঘটেছে সে সম্পর্কে ভিডিয়ো থেকে কিছু জানা যায়নি। এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, উর্দি পরা ওয়ার্ডেন টেবিলে বসেছিলেন। আচমকা একটি হাতুড়ি নিয়ে তাঁর উপর আক্রমণ চালায় এক বন্দি। মুহুর্মুহু হাতুড়ির ঘা মারতে থাকে ওয়ার্ডেনকে লক্ষ্য করে। সেই আক্রমণে হতচকিত হয়ে যান ওয়ার্ডেন। আঘাত থেকে বাঁচতে তিনি প্রথমে টেবিলের নীচে বসে পড়েন। হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করার চেষ্টা করে দুষ্কৃতীরা। প্রথমে কোণঠাসা হলেও পরে এগিয়ে এসে আক্রমণকারীকে ধরার চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, উভয় বন্দিই জেলের রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ রবি কুমার নামে এক বন্দি ওয়ার্ডেনকে হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করেন। তাঁর কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। দরজা খুলে জেল থেকে পালান। আর এক বন্দি রামুও সুযোগের সদ্‌ব্যবহার করেন। তিনিও পরিস্থিতি বুঝে পালিয়ে যান। রবি কুমার পেনশন তহবিল তছরুপের একটি মামলায় কারাগারে বন্দি ছিলেন। রামুর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের ধরতে পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে বলে জানা গিয়েছে।

এক্স হ্যান্ডলে ‘ডক্টরশ্রিনুবাবু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটাগরিকদের একাংশ মনে করছেন কারাগারের নিরাপত্তা ঢিলেঢালা ছিল। তাই বন্দিরা এ ভাবে পালাতে সক্ষম হয়েছে।

Advertisement
আরও পড়ুন