Viral Video

জলমগ্ন আন্ডারপাসে ডুবে গেল গাড়ি! সাঁতার কেটে, জানলা দিয়ে দু’জনকে উদ্ধার দুই তরুণের, মহারাষ্ট্রের ভিডিয়ো ভাইরাল

গাড়ির দরজা খুলতে অপারগ হলে এক তরুণ গাড়ির ছাদের উপর চেপে বসেন। আন্ডারপাসের ছাদে হাত রেখে ক্রমশ নীচের দিকে চাপ দিতে শুরু করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১২:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নাগাড়ে বৃষ্টিতে ভেসে গিয়েছে চারিদিক। সেই পরিস্থিতিতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন দুই ব্যক্তি। কিন্তু জলমগ্ন ভূগর্ভস্থ পথে (আন্ডারপাস) পৌঁছোতেই বিপদ হল তাঁদের। জলের পরিমাণ বাড়তে থাকায় তাঁদের গাড়ি ভেসে ওঠে। তার পর গাড়ির বনেট ডুবে প্রায় খাড়া হয়ে যায়। দুই ব্যক্তির বিপদ দেখে তাঁদের উদ্ধার করতে যান দুই স্থানীয় তরুণ। জলমগ্ন রাস্তায় সাঁতার কেটে কেটে এগিয়ে যান তাঁরা। দুই তরুণের সাহায্যে গাড়ির জানলা দিয়ে বাইরে বেরিয়ে পড়েন বিপর্যস্ত দুই ব্যক্তি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার এই ঘটনাটি মহারাষ্ট্রের ঠানের একটি আন্ডারপাসে ঘটেছে। এই আন্ডারপাসটি ঠাণের নারিভালি এবং উত্তরশিব গ্রাম দু’টিকে সংযুক্ত করেছে। সেখানেই জলমগ্ন রাস্তায় গাড়ির বনেটটি উল্টে যেতে শুরু করে। আন্ডারপাসের মধ্যে গাড়িটি প্রায় খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। গাড়ির ভিতর তখনও আটকে ছিলেন দুই ব্যক্তি।

তাঁদের উদ্ধার করতে স্থানীয় দুই তরুণ সেখানে সাঁতার কেটে যান। গাড়ির দরজা খুলতে অপারগ হলে এক তরুণ গাড়ির ছাদের উপর চেপে বসেন। আন্ডারপাসের ছাদে হাত রেখে ক্রমশ নীচের দিকে চাপ দিতে শুরু করেন তিনি। দ্বিতীয় তরুণও গাড়িটিকে সোজা করার চেষ্টা করতে থাকেন। গাড়িটি সোজা হলে জানলা দিয়ে শরীর গলিয়ে বাইরে বার হন ওই দুই ব্যক্তি।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, টানা দু’দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে। সোমবার মুম্বই ও সংলগ্ন অঞ্চলের জন্য নতুন করে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী ২৩ তারিখ পর্যন্ত সেখানে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার থেকে টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে মুম্বইয়ের স্কুল-কলেজ। বহু এলাকায় হাঁটুজলও জমে গিয়েছে। কোথাও কোথাও ডুবে গিয়েছে রেললাইন। এই পরিস্থিতিতে বৃহন্মুম্বইয়ের পুলিশ কমিশনার একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দিয়েছেন। জরুরি পরিস্থিতির জন্য তৈরি রয়েছে প্রশাসনও।

Advertisement
আরও পড়ুন