viral video

সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ, নিমেষে ভেঙে পড়ল বিশাল দেওয়াল! চাপা পড়ে মৃত্যু ঘটনাস্থলেই, ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

পঞ্জাবের মানসা জেলার জওহরকে গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় ৬০ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাস্তার পাশের দেওয়াল হঠাৎ তাঁর উপর ভেঙে পড়ে। তাতেই মারা যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৩
Wall Collapses On 60-Year-Old Farmer Riding On Bicycle

ছবি: সংগৃহীত।

সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে আসছিলেন এক বৃদ্ধ। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। রাস্তার একেবারে ধার দিয়ে আসার সময় একটি বিশাল দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ল বৃদ্ধের উপর। ঘটনাস্থলেই মারা গেলেন ৬০ বছর বয়সি বৃদ্ধ। ঘটনাটি পঞ্জাবের মানসা জেলার জওহরকে গ্রামের। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে মৃত ব্যক্তির নাম জগজীবন। তিনি পেশায় এক জন চাষি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জগজীবন রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। স্পিড ব্রেকার পার হওয়ার সময় রাস্তার পাশের একটি দেওয়াল হঠাৎ তাঁর উপর ভেঙে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত দেওয়ালটি বৃদ্ধের উপর ভেঙে পড়ে। ফলে বাঁচার কোনও সুযোগই ছিল না তাঁর কাছে। ঘটনাস্থলেই তিনি মারা যান। ভারী বৃষ্টিপাতের কারণে আচমকা দেওয়ালটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে মৃত্যু হয় বৃদ্ধের।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘থিন্ড_আকাশদীপ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে বহু নেটাগরিক পঞ্জাব সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘খুবই দুঃখজনক। এক জন নাগরিক সরকারের কাছ থেকে কী আশা করতে পারে? লজ্জার!’’ অন্য এক জন ঘটনার আকস্মিকতা নিয়ে লিখেছেন, ‘‘জীবন অপ্রত্যাশিত। আমরা বেশির ভাগ সময় বুঝতে পারি না পরবর্তী মুহূর্তে আর নিঃশ্বাস নিতে পারব কি না!’’

Advertisement
আরও পড়ুন