Viral Video

প্রেমিকাকে বসিয়ে বাইকে গতির ঝড়! স্কুটিতে ধাক্কা খেয়ে প্রেয়সীকে নিয়েই উড়ে গেলেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাজারের মধ্যে ব্যস্ত রাস্তা দিয়ে এঁকেবেঁকে বাইক ছোটাচ্ছেন এক তরুণ। পিছনে বসে তাঁর প্রেমিকা। জাপটে ধরে রয়েছেন তরুণকে। বিভিন্ন গাড়ি পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকেন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৭:২৩
Video of young man riding bike and fall on road with girlfriend

ছবি: এক্স থেকে নেওয়া।

বান্ধবীকে পিছনে বসিয়ে এঁকেবেঁকে বাইক চালিয়ে কেরামতি দেখাচ্ছিলেন তরুণ! কেরামতি দেখাতে দেখাতে বাইকে গতির ঝড় তুলেছিলেন। তখনই ঘটে গেল দুর্ঘটনা। সামনে আসা একটি স্কুটিতে ধাক্কা খেয়ে বাইক উল্টে মাটিতে পড়লেন দু’জনেই। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাজারের মধ্যে ব্যস্ত রাস্তা দিয়ে এঁকেবেঁকে বাইক ছোটাচ্ছেন এক তরুণ। পিছনে বসে তাঁর প্রেমিকা। জাপটে ধরে রয়েছেন তরুণকে। বিভিন্ন গাড়ি পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকেন তরুণ। কিন্তু হঠাৎই এক স্কুটিচালক তাঁর সামনে চলে এলেন। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারলেন তরুণ। প্রেমিকাকে নিয়ে উড়ে গিয়ে মাটিতে পড়লেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি প্রথমে পোস্ট করা হয় ‘সমাচারপ্লাস’ নামে একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। পরে ‘কসমিক_শায়ার’ নামে এক্স হ্যান্ডল থেকে সেটি রিপোস্ট করা হয়। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখে ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বেশ হয়েছে। এই ধরনের বেপরোয়া মানুষদের সঙ্গে এমনটাই হওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন