Viral Video

গেম খেলার সময় বাজ পড়ল মাথায়, তার পরেও অলৌকিক ভাবে প্রাণে বাঁচলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ক্রিশ্চিয়ান নামের ওই তরুণের এক্স হ্যান্ডল থেকেই। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৫:৩৩
Video shows American youth stuck with lightning while livestreaming game

ছবি: এক্স থেকে নেওয়া।

গেম খেলার সময় লাইভ স্ট্রিমিং করছিলেন তরুণ। হঠাৎ করেই বাজ ভেঙে পড়ল মাথায়। কিন্তু অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার তরুণ ওই গেমারের নাম ক্রিশ্চিয়ান হাওয়ার্ড। তবে সমাজমাধ্যমে তিনি পরিচিত ‘ক্রিসপিমেট’ নামে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাড়িতে বসে গেম খেলছেন ক্রিশ্চিয়ান। লাইভ স্ট্রিমিংও করছেন। বাইরে ঝড়বৃষ্টি হচ্ছিল। এমন সময় প্রচণ্ড আওয়াজ করে বজ্রপাত হয়। বাজ ভেঙে পড়ে তাঁর শরীরে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান তিনি। তবে শরীরে বাজ পড়ার পরেও অবিশ্বাস্য ভাবে বেঁচে যান তরুণ। মাটি থেকে উঠে আবার চেয়ারে গিয়ে বসেন। ভয়ানক অভিজ্ঞতার কথা দর্শকের সঙ্গে ভাগ করে নেন। পোষ্য বিড়ালেরা ঠিক আছে কি না, তা-ও দেখে আসেন ক্রিশ্চিয়ান। ভিডিয়োয় ক্রিশ্চিয়ানকে বলতে শোনা যায়, ‘‘আমার উপর বজ্রপাত হয়েছে, আমি স্ট্রিমিং বন্ধ করছি আপাতত। আমি ইয়ারবাড কানে নিয়ে বসে ছিলাম। হঠাৎ বজ্রপাত আঘাত হানে। অদ্ভুত ভাবে আমি মারা যাইনি।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ক্রিশ্চিয়ানের এক্স হ্যান্ডল ‘ক্রিসপিমেট’ থেকেই। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর ব্যাপার! খুব আনন্দিত যে তোমার কিছু হয়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভগবানের অশেষ কৃপা। এখনও আপনার যাওয়ার সময় হয়নি। না হলে এ রকম বিপদ থেকে বাঁচার কথা নয়।’’

Advertisement
আরও পড়ুন