Viral Video

জ্বালানি ট্যাঙ্কে বসে প্রেমিকা, আদর করতে করতেই বাইক চালাচ্ছেন যুবক! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সড়কের উপর দিয়ে মধ্যম গতিতে এগিয়ে চলেছে একটি বাইক। চালাচ্ছেন এক যুবক। মাথায় হেলমেট নেই তাঁর। বাইকের জ্বালানি ট্যাঙ্কের উপর বিপজ্জনক ভাবে শুয়ে রয়েছেন তাঁর প্রেমিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৪:৫৪
Video shows man riding bike and girlfriend sitting on it in a bizarre way in Pune

ছবি: এক্স থেকে নেওয়া।

জ্বালানি ট্যাঙ্কের উপর শুয়ে রয়েছেন প্রেমিকা। তার ঠিক সামনে বসে রয়েছেন যুবক। বাইক এগিয়ে চলছে ব্যস্ত সড়ক দিয়ে! চলন্ত বাইকেই চলছে আদর, খুনসুটি। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণে শহরে। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সড়কের উপর দিয়ে মধ্যম গতিতে এগিয়ে চলেছে একটি বাইক। চালাচ্ছেন এক যুবক। মাথায় হেলমেট নেই তাঁর। বাইকের জ্বালানি ট্যাঙ্কের উপর বিপজ্জনক ভাবে শুয়ে রয়েছেন তাঁর প্রেমিকা। তাঁর মাথাতেও হেলমেট নেই। মাঝেমধ্যে উঠে প্রেমিককে জড়িয়ে ধরছেন তিনি। সেই অবস্থাতেই বাইক চালিয়ে যাচ্ছেন যুবক। দু’জনে গল্পও করছেন। মাঝেমধ্যে চলছে আদরও। অন্য এক বাইক আরোহীর ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মনোজ শর্মা লখনউ ইউপি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করেছেন। অনেকে আবার ওই যুগলের বিরুদ্ধে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। যুগলের শাস্তির দাবিও তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অবিলম্বে এই দু’জনকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক। নিজেরাও মরবে, অন্যদেরও মারবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এদের লজ্জা নেই! ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের জন্য উচিত শিক্ষা দেওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন