Viral Video

রেললাইন বরাবর হাঁটছিলেন তরুণী, উল্টো দিক দিয়ে আসছিল দ্রুতগামী ট্রেন! ঝাঁপিয়ে পড়ে প্রাণরক্ষা করলেন ‘দেবদূত’

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, উদাস হয়ে রেললাইন ধরে হাঁটছেন এক তরুণী। সেই লাইনেই উল্টো দিক দিয়ে আসছিল ট্রেন। মনে করা হচ্ছে, ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১০:২৩
Video claims railway cleaning staffs save woman in Delhi

ছবি: এক্স থেকে নেওয়া।

রেললাইন দিয়ে হাঁটছিলেন তরুণী। উদ্দেশ্য ছিল, চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষ করে ফেলা। কিন্তু সঠিক সময়ে ‘দেবদূত’ হয়ে হাজির হলেন রেলেরই একদল সাফাইকর্মী। উদ্ধার করলেন তাঁকে। চাঞ্চল্যকর ঘটনাটি দিল্লিতে ঘটেছে বলে জানা গিয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উদাস হয়ে রেললাইন ধরে হাঁটছেন এক তরুণী। সেই লাইনেই উল্টো দিক দিয়ে আসছিল একটি ট্রেন। মনে করা হচ্ছে, ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণী। ওই রেললাইনের পাশে কাজ করছিলেন একদল সাফাইকর্মী। তরুণীকে রেললাইন বরাবর বিপজ্জনক ভাবে হাঁটতে দেখে দৌড়ে আসেন তাঁরা। সাফাইকর্মীদের এক জন তরুণীকে লাইন থেকে টেনে আনেন। বাকিরাও সেখানে পৌঁছোন। তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি জানান ওই তরুণী। হাত ছাড়িয়ে পালানোর চেষ্টাও করেন। কিন্তু সাফাইকর্মীরা তেমনটা হতে দেননি। তরুণীকে রেললাইন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকে যেমন ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার ওই সাফাইকর্মীদের প্রশংসা করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘রেলের সাফাইকর্মীরা দারুণ কাজ করেছেন। সত্যিই ভগবান রয়েছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাফাইকর্মীদের কুর্নিশ। কিন্তু ওই তরুণী নিজেকে শেষ করার চেষ্টা করে খুব অন্যায় করেছেন। তরুণীকে চিহ্নিত করে তাঁর বাড়িতে খবর দেওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন