Viral Video

মুখখোলা তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ভাইঝি! ১৬ সেকেন্ডের মধ্যে প্রাণ বাঁচালেন ‘হিরো’ কাকা, ভাইরাল ভিডিয়ো

বালিকা বর্তমানে বিপন্মুক্ত এবং চিকিৎসাধীন। প্রথমে মনে করা হয়েছিল গ্যাসের পাইপলাইনে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল বালিকা। তবে পরে জানা যায় পাইপলাইন থেকে নয়, ঘরের ত্রুটিপূর্ণ তারের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৫:৫০
Video shows uncle saves girl who got electrocuted in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

মুখখোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট। ১৬ সেকেন্ড পর্যন্ত তার ধরে আটকে ভাইঝি। দৌড়ে গিয়ে প্রাণ বাঁচালেন কাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলির রেলপার এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাস্তা দিয়ে হাঁটার সময় ভুলবশত বিদ্যুতের তার স্পর্শ করে এক বালিকা। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ছটফট করতে থাকে। তার মা কন্যাকে মুক্ত করার জন্য মরিয়া চেষ্টা করতে থাকেন। কিন্তু লাভ হয়নি। এমন সময় ঘটনাস্থলে পৌঁছয় মেয়েটির কাকা। জীবনের ঝুঁকি নিয়ে ভাইঝিকে ধরে হ্যাঁচকা টান মারেন যুবক। সঙ্গে সঙ্গে বিদ্যুতের তার ছেড়ে বেরিয়ে আসে বালিকা। এর পরেই তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই বালিকা বর্তমানে বিপন্মুক্ত এবং চিকিৎসাধীন। প্রথমে মনে করা হয়েছিল গ্যাসের পাইপলাইনে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল ওই বালিকা। তবে পরে জানা যায় পাইপলাইন থেকে নয়, ঘরের ত্রুটিপূর্ণ তারের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল সে। আপাতত ওই তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর।

বালিকার বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং তাকে উদ্ধারের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ম্যাট্রিজ নিউজ় কমিউনিকেশ প্রাইভেট লিমিটেড’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। বালিকার দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁরা। আবার ওই বালিকার কাকার প্রশাংসাতেও পঞ্চমুখ হয়েছেন অনেকে। যুবকের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন