Viral Video

‘কেন আমার পাঁচ বছর নষ্ট করলি?’ স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে চিৎকার তরুণের, তার পরেই মাটিতে ফেলে মার

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অন্য এক যুবকের সঙ্গে প্রেম করার সময় স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেছেন এক তরুণ। তরুণের সঙ্গে তাঁর এক আত্মীয়াও ঘটনাস্থলে রয়েছেন। রাগে চিৎকার করছেন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১০:৪৩
Video shows brawl between husband and wife as she involves in extra marital affair

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তায় অন্য পুরুষের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী। ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে ধরে ফেললেন স্বামী। স্ত্রীকে পরপুরুষের সঙ্গে দেখে নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি। রাস্তাতেই চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তবে কিছু ক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিলেন। আর তার পরেই প্রকাশ্যে মারধর শুরু করলেন স্ত্রীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অন্য এক যুবকের সঙ্গে প্রেম করার সময় স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেছেন এক তরুণ। তরুণের সঙ্গে তাঁর এক আত্মীয়াও ঘটনাস্থলে রয়েছেন। রাগে চিৎকার করছেন তরুণ। কান্নাকাটিও করছেন। তাঁকে চিৎকার করে বলতে শোনা গিয়েছে, ‘‘তুই কেন আমার পাঁচ বছর নষ্ট করলি বল? কেন আমার জীবন এ ভাবে নষ্ট করলি?’’ তবে তরুণের সঙ্গে সমানে তর্ক চালিয়ে যান স্ত্রী। জানান, তিনি কিছু ভুল করেননি। এর পরে আরও রেগে যান তরুণ। কান্না থামিয়ে স্ত্রীকে ধাক্কা মারেন। পাল্টা ধাক্কাও খান। এর পর তরুণ আরও রেগে যান। সপাটে চড় মারেন স্ত্রীকে। চড় খেয়ে মাটিতে পড়ে যান ওই বধূ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে অনেক নেটাগরিক যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার তরুণের কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘দিন দিন বিবাহ-বহির্ভূত সম্পর্কের ঘটনা বেড়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বেচারা তরুণ! তবে ওঁর উচিত স্ত্রীর জীবন থেকে সরে এসে নতুন করে জীবন শুরু করা। মেয়েটির চোখে একটুও লজ্জা নেই।’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, “এই কারণেই আমি বলি বিয়ে কোরো না। মানুষ আর প্রতিশ্রুতির মূল্য দেয় না।’’

Advertisement
আরও পড়ুন