Viral Video

বিপজ্জনক ভাবে দুলছে বাড়ি, পড়ে যাচ্ছে আসবাব! রাশিয়ার ভয়ঙ্কর ভূমিকম্পের মুহূর্তের ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ০৯:১৩
Video shows moments when Earthquake hit Russia’s Kamchatka

ছবি: সংগৃহীত।

বিপজ্জনক ভাবে দুলছে বাড়ি। মাটিতে পড়ে যাচ্ছে বাড়ির সব জিনিসপত্র। বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠার পর তেমন দৃশ্যই দেখা গিয়েছে আশপাশের এলাকায়। ভূমিকম্পের পর একের পর এক বাড়ির বিপজ্জনক ভাবে দুলতে থাকার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা। মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে মনে হয়েছিল, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮। পরে জানা যায়, তা ছিল আরও বেশি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া এবং জাপানের উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক সুনামির আঘাত হানতে পারে। ভূমিকম্পের কারণে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

সেই আবহেই ভূকম্পনের সময় কামচাটকা উপদ্বীপের বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তার মধ্যে কয়েকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পর উপকূলবর্তী এলাকার বাড়িঘর কী ভাবে কম্পনের কারণে দুলছে। আবার কোনও কোনও ভিডিয়োয় দেখা গিয়েছে, ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির আসবাবপত্র কাঁপছে। মেঝেতে পড়ে তছনছ হয়ে যাচ্ছে। ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে রাশিয়ার বিভিন্ন এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই সব ভিডিয়ো দেখেছেন।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োয় তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ভূমিকম্পের তীব্রতার কারণে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুদের একটি স্কুলও। রাশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের কিছু অংশে তিন থেকে চার মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ করা গিয়েছে। সেই কারণে সকলকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে যত দূর সম্ভব সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে জোরকদমে।

ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু অংশেও সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করেছে জাপান সরকার।

কামচাটকা এবং রাশিয়ার সুদূর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ারে’ অবস্থিত, যা একটি ভূতাত্ত্বিক ভাবে সক্রিয় অঞ্চল। অঞ্চলটি বড় ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের ঝুঁকির মুখে রয়েছে। কামচাটকা অঞ্চলের পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা প্রদেশ। ভূগর্ভস্থ দু’টি প্লেট— প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট মিলিত হয় এই কামচাটকা অঞ্চলে। সেই কারণে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে।

Advertisement
আরও পড়ুন