Viral Video

কেক কাটার সময় আতশবাজি থেকে চুলে-মুখে আগুন! ভয়ঙ্কর অবস্থা হল তরুণের, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জন্মদিন পালন হচ্ছে এক তরুণের। তাঁর সামনে কেক রাখা। কেকের উপর মোমবাতি জ্বালানো হয়েছে। তরুণের দু’পাশে দু’জন মহিলা দাঁড়িয়ে রয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৫:১৪
Video shows bizarre incident happen during birthday celebration of a man

ছবি: এক্স থেকে নেওয়া।

জন্মদিন যে কোনও মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে অন্যতম। কেক কেটে, আতশবাজি ফাটিয়ে এবং আনন্দ, আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করেন অনেকেই। কিন্তু জন্মদিনে আতশবাজি নিয়ে ছেলেখেলা যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তার প্রমাণ মিলল সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো থেকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে কেক কাটার সময় বাজি নিয়ে কেরামতির ফলে চুলে, মুখে আগুন ধরে গিয়েছে এক তরুণের। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান তিনি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জন্মদিন পালিত হচ্ছে এক তরুণের। তাঁর সামনে কেক রাখা। কেকের উপর মোমবাতি জ্বালানো হয়েছে। তরুণের দু’পাশে দু’জন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। উপস্থিত রয়েছেন আরও অনেক। হইহই করছেন সকলে। এমন সময় দু’হাতে দু’টি রংমশালে আগুন লাগিয়ে মাথার উপর ঘোরাতে থাকেন ওই তরুণ। তরুণের বন্ধুরা তখনই তাঁর দিকে ‘স্নো-স্প্রে’ ছড়াতে শুরু করেন। তরুণের মাথায় সাদা দাহ্য ‘স্নো-স্প্রে’র পুরু আস্তরণ জমা পড়ে। কিন্তু সে দিকে নজর না দিয়েই মাথার উপর বন বন করে রংমশাল ঘোরাতে থাকেন তিনি। আর তখনই বিপত্তি ঘটে। রংমশালের আগুন ‘স্নো-স্প্রে’তে লেগে তরুণের চুলে, মুখে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তরুণের পাশে থাকা দুই মহিলা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাতে তৎপর হন। কিছু ক্ষণ পরে আগুন নেভে। আবার হাসতে থাকেন তরুণ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘বেশি পাকামো! জন্মদিনেই শ্মশানযাত্রা হয়ে যেত আর একটু হলে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘একই সঙ্গে স্প্রে এবং আতশবাজি! ওঁদের মাথায় মনে হয় ভূত চেপেছিল।’’

Advertisement
আরও পড়ুন