Viral Video

পাকিস্তান না ভিখারিস্তান! এক প্লেট মাংস নিয়ে রণক্ষেত্র বিয়েবাড়ি, মারামারি পাত্র এবং পাত্রীপক্ষের মধ্যে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে ভোজের আয়োজন করা হয়েছে। অতিথিরা গোল টেবিলের চারপাশে বসে শান্তিপূর্ণ ভাবে খাচ্ছেন। কেউ কেউ নিজেদের মধ্যে হাসিঠাট্টা করছেন। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:২৯
Video shows brawl between bride and groom family a plate of meat in Pakistan

ছবি: এক্স থেকে নেওয়া।

এক প্লেট, মাত্র এক প্লেট মাংস নিয়ে মারামারি বর এবং কনেপক্ষের মধ্যে। রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের একটি বিয়েবাড়ি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে এক প্লেট মাংসের দখল নিয়ে মারপিট করছেন পাত্র এবং পাত্রীপক্ষের আত্মীয়েরা। হাতাহাতি থেকে চেয়ার ছোড়াছুড়ি— সবই চলল সমান তালে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি পাকিস্তানের কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে ভোজের আয়োজন করা হয়েছে। অতিথিরা গোলটেবিলের চারপাশে বসে শান্তিপূর্ণ ভাবে খাচ্ছেন। কেউ কেউ নিজেদের মধ্যে হাসিঠাট্টা করছেন। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। সাদা জামা পরা এক যুবক একটি খাবার টেবিলের কাছে এসে খেতে বসা এক যুবকের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন। শীঘ্রই বাগ্‌বিতণ্ডা পরিণত হয় মারপিটে। এক যুবক অন্যের মুখে ঘুষি মারেন। সেই সংঘাতে জড়িয়ে পড়েন আরও অনেকে। সবাই একে অপরকে কিল-চড়-ঘুষি মারতে থাকেন। এমনকি, চেয়ার ছোড়াছুড়়িও করেন। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে বিয়েবাড়ি জুড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টে দাবি করা হয়েছে, এক প্লেট মাংসের জন্য বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই আবার বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সত্যিই পাকিস্তানের ভিখারির হাল। না হলে এ ভাবে এক প্লেট মাংসের জন্য কেউ লড়াই করে!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পাকিস্তান না ভিখারিস্তান! দরকার হলে আমার থেকে মাংস নিয়ে যা, কিন্তু তোরা মারামারি থামা ভাই।’’

Advertisement
আরও পড়ুন