Viral Video

ছোট্ট মহিষের দিকে লোভী নজর ক্ষুধার্ত পশুরাজের, ঢাল হয়ে দাঁড়াল মা! চলল ধুন্ধুমার লড়াই, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি জলাশয়। সেই জলাশয়ের পারে শাবককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি মহিষ। হঠাৎই সেই জায়গায় হানা দেয় একটি সিংহ। মহিষশাবককে দেখে সে দিকে তেড়ে যায় সিংহটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১০:৪৬
Video shows buffalo fight with lion to save calf

ছবি: এক্স থেকে নেওয়া।

সন্তানের দিকে লোভী নজর দিয়েছে ক্ষুধার্ত সিংহ! রক্ষা করতে পশুরাজের সঙ্গে প্রাণপণ লড়াই করল একটি মহিষ। সিংহকে গুঁতিয়ে নাস্তানাবুদ করে ছাড়ল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি জলাশয়। সেই জলাশয়ের পারে শাবককে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি মহিষ। হঠাৎই সেই জায়গায় হানা দিল পশুরাজ। মহিষশাবককে দেখে সে দিকে তেড়ে গেল সিংহটি। কিন্তু সন্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াল মহিষ। শিং নিয়ে সে-ও তেড়ে গেল পশুরাজের দিকে। পশুরাজ সরে গিয়ে হামলা করার চেষ্টা করল আবার। কিন্তু আবার মহিষের গুঁতো খেয়ে খানিকটা পিছিয়ে গেল। এর পরও একাধিক বার মহিষশাবককে শিকারের চেষ্টা করল সিংহটি। কিন্তু মহিষের সঙ্গে শেষমেশ পেরে ওঠেনি সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। মহিষটির সাহসের প্রশংসা করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির খাদ্য-খাদক সম্পর্ক নিয়ে আমার কিছু বলার নেই। তবে এটা মানতেই হবে যে নিজের সন্তানকে বাঁচানোর জন্য মহিষ যে ভাবে লড়াই করেছে, তা প্রশংসনীয়।’’

Advertisement
আরও পড়ুন