Viral Video

পিছু নিচ্ছিলেন প্রাক্তন প্রেমিক, দেখেই পাথর ছুড়লেন তরুণী, পাল্টা খেলেন স্কুটির ধাক্কা! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো টিশার্ট এবং প্যান্ট পরে রাস্তায় হাঁটছেন এক তরুণী। তাঁর এক হাতে পাথর। স্কুটি নিয়ে তরুণীর ঠিক পিছনেই আসছিলেন এক যুবকও। তাঁকে দেখেই পাথর ছু়ড়ে মারেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪
Video shows brawl between ex-lovers on road, then the ex-boyfriend done something bizarre

ছবি: এক্স থেকে নেওয়া।

পিছু নিচ্ছিলেন প্রাক্তন প্রেমিক। দেখেই পাথর ছুড়ে মারলেন তরুণী। রেয়াত করলেন না প্রাক্তন প্রেমিকও। স্কুটি নিয়ে গিয়ে সোজা ধাক্কা মারলেন তরুণীকে। ধাক্কা খেয়ে রাস্তার ধারে ছিটকে পড়লেন তিনি। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো টিশার্ট এবং প্যান্ট পরে রাস্তায় হাঁটছেন এক তরুণী। তাঁর এক হাতে পাথর। স্কুটি নিয়ে তরুণীর ঠিক পিছনেই আসছিলেন এক যুবকও। তাঁকে দেখেই পাথর ছু়ড়ে মারেন তরুণী। কিন্তু সেই পাথর স্কুটিআরোহী যুবকের গায়ে লাগেনি। এর পর ওই যুবক স্কুটি নিয়ে তীব্র গতিতে ধাক্কা মারেন তরুণীকে। ছিটকে রাস্তার ধারের দোকানে গিয়ে ধাক্কা খান তিনি। পালিয়ে যান যুবক। পথচলতি মানুষেরা অবাক হয়ে যান সেই দৃশ্য দেখে। কেউ কেউ তরুণীকে সাহায্যের জন্য এগিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ওই তরুণী এবং যুবক প্রাক্তন প্রেমিক-প্রেমিকা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘প্রেম না থাকলেও একে অপরের প্রতি সম্মান থাকা উচিত। যুবক যে কাণ্ড ঘটিয়েছেন তা শাস্তিযোগ্য। তবে তরুণীও পাথর ছুড়ে ভাল করেননি।’’

Advertisement
আরও পড়ুন