Viral Video

‘অন্য মেয়ের সঙ্গে ঘর করছে’, দাবি করে চপ্পল হাতে যুবককে তাড়া, জুতোপেটাও করলেন স্ত্রী, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ বছর ধরে বিবাহিত ওই দম্পতি। কিন্তু এখন ওই যুবকের স্ত্রীর দাবি, গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে থাকছিলেন না স্বামী। সংসার খরচের টাকাও ঠিকমতো দিচ্ছিলেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১১:৪৯
Video shows brawl between woman and her husband in UP’s Bareilly goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

১০ বছর ধরে বিবাহিত। অথচ তাঁকে ঠকিয়ে এখন অন্য মহিলার সঙ্গে থাকছেন স্বামী। অভিযোগ তুলে প্রকাশ্য রাস্তায় যুবককে তাড়া করলেন তাঁর স্ত্রী। ধরে জুতোপেটাও করলেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলী শহরের অন্যতম ব্যস্ত এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ বছর ধরে বিবাহিত ওই দম্পতি। কিন্তু এখন ওই যুবকের স্ত্রীর দাবি, গত কয়েক মাস ধরে তাঁর সঙ্গে থাকছিলেন না স্বামী। সংসার খরচের টাকাও ঠিকমতো দিচ্ছিলেন না। মহিলার অভিযোগ, স্বামী তাঁকে ঠকিয়ে অন্য এক মহিলার সঙ্গে থাকতে শুরু করেছেন বলেই এমনটা করছেন।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, যুবককে প্রকাশ্যে জুতোপেটা করছেন তাঁর স্ত্রী। স্বামীকে মারতে মারতে ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘‘এখন আমার স্বামী অন্য মহিলার সঙ্গে ঘর করছে।’’ মারের ভয়ে এর পর ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁর স্ত্রীও চপ্পল হাতে তাঁর পিছনে দৌড়ন। চপ্পল ছুড়েও মারেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ সেই ঘটনা ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে বরেলী পুলিশ। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বরেলী পুলিশ বলেছে, ‘‘কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’’ মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশের কাছে ন্যায়বিচার দাবি করেছেন বলেও খবর।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যম এক্স-এর একাধিক হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার মহিলার সমর্থনে সরব হয়েছেন।

Advertisement
আরও পড়ুন