Viral Video

কুনজর থেকে বাঁচাতে পাত্র-পাত্রীর মাথার উপর টাকা ঘোরালেন আত্মীয়, তার পর ঘটালেন অদ্ভুত কাণ্ড! ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘স্বয়াতকাত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১২:৫৮
Video shows relative done bizarre act with money in wedding ceremony

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় একাধিক অদ্ভুত ঘটনা ঘটে। ছবি তোলার সময় নববর-বধূকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। আবার কখনও হইচই পড়ে পাত্র-পাত্রীর আত্মীয়দের কীর্তিতে। সে রকমই একটি বিয়েবাড়িতে এক আত্মীয়ের ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাত্র এবং পাত্রীর মাথার উপর টাকা ঘুরিয়ে সেই টাকা বিলিয়ে দেওয়ার বদলে আবার পকেটে রেখে দিচ্ছেন এক প্রৌঢ় আত্মীয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে নাচছেন নববর এবং বধূ। তাঁদের ঘিরে নেচে চলেছেন আত্মীয়েরাও। অবাঙালি বিয়েতে পাত্র-পাত্রীকে কুনজর থেকে বাঁচাতে তাঁদের মাথায় টাকা ঘুরিয়ে তা বিলিয়ে দেওয়ার চল রয়েছে। ওই পাত্র-পাত্রীর এক প্রৌঢ় আত্মীয়ও নাচতে নাচতে তাঁদের মাথার উপর দিয়ে টাকা ঘোরান। কিন্তু সেই টাকা বিলিয়ে দেওয়ার বদলে আবার পকেটে রেখে দেন প্রৌঢ়। তাঁর ওই কাণ্ড দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে যান। অনেকে হাসতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘স্বয়াতকাত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকে আবার বিনা কারণে অর্থের অপচয় না করার জন্য প্রশংসাও করেছেন ওই আত্মীয়ের।

Advertisement
আরও পড়ুন