ছবি: ইনস্টাগ্রাম।
পাহাড়ে গিয়ে এক দিনের জন্য ম্যাগি বিক্রি করলেন বিষয়স্রষ্টা! তাঁর উপার্জনের অঙ্ক প্রকাশ্যে আসতেই হতবাক নেটপাড়া। অনেকে আবার বিশ্বাসও করতে পারলেন না। ওই তরুণ বিষয়স্রষ্টার পাহাড়ে গিয়ে ম্যাগি বিক্রির ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। কোন পাহাড়ি এলাকায় গিয়ে তিনি ম্যাগি বিক্রি করেছিলেন, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
জানা গিয়েছে, তরুণ ওই বিষয়স্রষ্টার নাম বাদল ঠাকুর। পরীক্ষামূলক ভাবে বরফে ঢাকা একটি অজ্ঞাত পাহাড়ি এলাকায় গিয়ে ম্যাগির দোকান দিয়েছিলেন তিনি। সঙ্গে এলপিজি সিলিন্ডার এবং টেবিল নিয়ে গিয়েছিলেন। সেখানে সারা দিন ধরে ম্যাগি বিক্রি করেন বাদল। দিনশেষে বাদলের দাবি, সাধারণ ম্যাগি ৭০ টাকায় এবং এক প্লেট পনির ম্যাগি ১০০ টাকায় বিক্রি করেছিলেন তিনি। সারা দিনে বিক্রি করেন প্রায় ৩৫০ প্লেট ম্যাগি। আয় করেন ২১ হাজার টাকা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বাদলের নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘ফিট_বাদল’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ৪০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। সমাজমাধ্যমের অনেকেই দাবি করেছেন, এই হারে এক জন ম্যাগিবিক্রেতা প্রতি মাসে ৬ লক্ষ টাকারও বেশি আয় করতে পারেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমার কি চাকরি ছেড়ে ম্যাগি বিক্রি শুরু করা উচিত?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘লাভ কত হল, সেটা জানালেও ভাল হত।’’