Viral Video

বাইক নিয়ে কায়দা! লরি টপকাতে গিয়ে প্রেমিকাকে নিয়ে বালির মধ্যে ছিটকে পড়লেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে এঁকেবেঁকে বাইক ছোটাচ্ছেন এক তরুণ। পিছনে বসে তাঁর প্রেমিকা। জাপটে ধরে রয়েছেন প্রেমিককে। তরুণের মাথা হেলমেটে ঢাকা থাকলেও তাঁর প্রেয়সীর মাথায় হেলমেট নেয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৪:০৫
Video shows couple riding bike in a bizarre way, what happens next shocks netizens

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকাকে পিছনে বসিয়ে ব্যস্ত রাস্তা দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বাইক চালাচ্ছিলেন। দু’টি লরির ফাঁক দিয়ে যাওয়ার সময় ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রেমিকা-সহ বাইক নিয়ে রাস্তার ধারে ছিটকে পড়লেন এক তরুণক। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে এঁকেবেঁকে বাইক ছোটাচ্ছেন এক তরুণ। পিছনে বসে তাঁর প্রেমিকা। জাপটে ধরে রয়েছেন প্রেমিককে। তরুণের মাথা হেলমেটে ঢাকা থাকলেও তাঁর প্রেয়সীর মাথায় হেলমেট নেয়। এর মধ্যেই বিভিন্ন গাড়ি পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকেন তরুণ। কিন্তু হঠাৎই দু’টি লরির মাঝখান দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান তিনি। প্রেমিকাকে নিয়ে উড়ে গিয়ে রাস্তার ধারে ধুলো-বালির মধ্যে ছিটকে পড়েন তিনি। বালির মধ্যে গড়িয়ে যান বেশ কিছুটা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও দুর্ঘটনার পর যুগল কেমন আছেন, তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্ডিয়ান জেমস’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ক্ষোভপ্রকাশও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘বেশ হয়েছে। এই ধরনের বেপরোয়া মানুষদের সঙ্গে এমনটাই হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এদের লাইসেন্স কে দেয়। এরা নিজেরাও মরবে, অন্যদেরও মারবে। কড়া শাস্তি হওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন