Zohran Mamdani

আমেরিকায় মামদানির বিজয়সভায় বেজে উঠল ‘ধুম মচালে’! উল্লাস সমর্থকদের মধ্যে, ভাইরাল ভিডিয়ো

জ়োহরান মামদানি চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ এবং প্রথম ভারতীয়-আমেরিকান মুসলিম মেয়র হিসেবে ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির এই যুবা নেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৩:৫৭
Video shows Dhoom Machale played during Zohran Mamdani’s Victory Speech in New York

মামদানির বিজয়সভায় বলিউডের ছোঁয়া। ছবি: এক্স থেকে নেওয়া।

নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। ভোটে জেতার পর তাঁর প্রথম বক্তৃতাতেই মিলল বলিউড ছোঁয়া। ভোটের ফলাফলের পর বক্তৃতা করার জন্য জ়োহরান মঞ্চে উঠতেই বেজে উঠল হিন্দি ছবি ‘ধুম’-এর ‘ধুম মাচালে’ টাইটেল ট্র্যাক। সেই গান বাজতেই এক গাল হাসি ফুটে ওঠে জ়োহরানের মুখে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

জ়োহরান মামদানি চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ এবং প্রথম ভারতীয়-আমেরিকান মুসলিম মেয়র হিসাবে ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির এই যুবা নেতা। আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে শপথগ্রহণ করবেন তিনি। তবে তার আগেই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফলাফল ঘোষণার পর বিজয়সভায় যোগ দিয়েছেন জ়োহরান। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রমা দুওয়াজ়ি এবং বাবা-মা মাহমুদ মামদানি ও মীরা নায়ার। মঞ্চে উঠে পোডিয়ামের কাছে দাঁড়িয়ে জ়োহরান সমর্থকদের দিকে তাকিয়ে হাত নাড়াতেই সভাস্থলে বেজে ওঠে ‘ধুম মচালে’। হইচই পড়ে যায় তাঁর সমর্থকদের মধ্যে। সঙ্গে সঙ্গে হাসি চওড়া হয় জ়োহরানের। এর পর তিনি মা-বাবা এবং স্ত্রীর দিকে এগিয়ে যান। তাঁদের আলিঙ্গন করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সোহম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘আমি প্রথমে ভেবেছিলাম এটা সম্পাদিত ভিডিয়ো। কিন্তু এখন শুনছি বাস্তবেই তেমনটা হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন