Viral Video

মেট্রোর দরজা বন্ধের আগে বাইরে বেরিয়ে গেল দু’বছরের শিশু! মা-বাবা থাকলেন ভিতরেই, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ের বাঙ্গুর নগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একটি মেট্রো। কিন্তু দরজা বন্ধ হওয়ার ঠিক আগে একটি ২ বছরের শিশু মেট্রো থেকে নেমে পড়ে। তার বাবা-মা ট্রেনের ভেতরেই থেকে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৮:৪৬
Video shows how a metro worker saves a child in Mumbai Metro

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তাঘাটে যাতায়াতের সময় সন্তানদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় অভিভাবকদের। অনেক সময় বাবা-মায়ের অবহেলা বা শিশুর ভুলের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। সে রকমই একটি ঘটনার সাক্ষী থাকল মুম্বই মেট্রো। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বাঙ্গুর নগর মেট্রো স্টেশনে। মেট্রোর দরজা বন্ধ হওয়ার ঠিক আগে বাইরে বেরিয়ে যায় বছর দুয়েকের একটি শিশু। বাবা-মা থেকে যান ভিতরেই। তবে এক মেট্রোকর্মীর তৎপরতায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় শিশুটি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ের বাঙ্গুর নগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একটি মেট্রো। কিন্তু দরজা বন্ধ হওয়ার ঠিক আগে একটি ২ বছরের শিশু মেট্রো থেকে নেমে পড়ে। তার বাবা-মা ট্রেনের ভেতরেই থেকে যান। শিশুটি প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। তখনই প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা এক মেট্রোকর্মী বিষয়টি লক্ষ করেন। তৎক্ষণাৎ মেট্রোচালককে সতর্ক করে শিশুটির দিকে ছুটে যান তিনি। চালক সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে দেন। কয়েক সেকেন্ড পর ট্রেনের দরজা আবার খুলে যায়। শিশুটিকে বাবা-মার হাতে তুলে দেন ওই মেট্রোকর্মী। পুরো ঘটনাটি মেট্রোর সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মহা মুম্বই মেট্রো কর্পোরেশন’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে যেমন ভিডিয়োটি দেখে ওই শিশুর বাবা-মায়ের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনই অনেকে আবার ওই মেট্রোকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Advertisement
আরও পড়ুন