Viral Video

রানওয়েতে প্রবল ঝড়, অবতরণের সময় এক দিকে হেলে পিছলে গেল যাত্রিবাহী বিমান! তার পর... ভাইরাল ভিডিয়ো

বিমান সংস্থা বাটিক এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি অবতরণের সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল জাকার্তা বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায়। ঝোড়ো হাওয়া বইছিল। সেই হাওয়ার ঝাপটায় ডান দিকে হেলে যায় বিমানটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১২:০৯
Video shows Boeing Plane tilts during landing in Jakarta due to wind, narrowly avoids crash

ছবি: এক্স থেকে নেওয়া।

বিমানবন্দরে অবতরণের সময় ঝোড়ো হাওয়ার ঝাপটা! এক দিকে কাত হয়ে গেল যাত্রিবাহী বিমান! রানওয়ের কাছে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। গত ২৭ জুন জাকার্তার সোয়েকর্ন-হত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ঙ্কর সেই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থা বাটিক এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি অবতরণের সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায়। ঝোড়ো হাওয়া বইছিল। সেই হাওয়ার ঝাপটায় ডান দিকে হেলে যায় বিমানটি। বিমানের ডানা কাত হয়ে পড়ে এক দিকে। পিছলে যায় বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটিকে নিয়ন্ত্রণে আনেন চালকেরা। বিমানটিকে আবার গতিপথে ফিরিয়ে আনা হয়। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান বিমানে থাকা ১৫৭ জন যাত্রী এবং ছয় বিমানকর্মী। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

বাটিক এয়ার এবং বিমানবন্দর রক্ষণাবেক্ষণ দল জানিয়েছে, বিমানটির কাঠামোগত কোনও ক্ষতি হয়নি। তবে আরও মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে ওই বিমানের চালকদের উপস্থিত বুদ্ধি এবং দক্ষতার প্রশংসা করে বিবৃতি জারি করেছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল দফতর।

ঝোড়ো হাওয়ার কবলে পড়ে জাকার্তার বিমানবন্দরে বোয়িং বিমানের এক দিকে হেলে যাওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এয়ারমেনইঞ্জিনিয়ার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। কয়েক দিন আগেই অহমদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং বিমান। এক যাত্রী বাদে বিমানে থাকা সকল যাত্রী এবং বিমানকর্মীদের মৃত্যু হয় সেই ঘটনায়।

Advertisement
আরও পড়ুন